ব্যুরো নিউজ, ১৩ জুন : নির্বাচন মিটলেও কয়েকটি কেন্দ্রে ভোটের ফলাফল নিয়ে সংশয় তৈরি হওয়ায় এবার আদালতের দ্বারস্থ হলো বিজেপি। সূত্রের খবর ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, ঘাটাল এই চার কেন্দ্রের লোকসভা নির্বাচনের ফল নিয়ে এবার আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।
ভারত পেল নয়া সেনা প্রধান, সন্ত্রাস দমনে বিরাট ভূমিকা তাঁর
সিবিআই তদন্তের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
আগামী সপ্তাহে ওই চার কেন্দ্রের বিজেপি প্রার্থীরা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করবেন। পাশাপাশি বসিরহাটে সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদের প্রার্থী পদ বাতিলের আবেদন করা হবে বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় কেন্দ্রীয় গবেষণাগারে জয়নগর, ডায়মন্ড হারবার, ঘাটালের একাধিক বুথের সিসি ফুটেজ পরীক্ষার আবেদন করা হবে। প্রয়োজনে সিবিআই তদন্তের দাবি জানানো হবে বলেও জানান শুভেন্দু অধিকারী।
তৃণমূলকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘হিরন চট্টোপাধ্যায় ঘাটাল নিয়ে পিটিশন দায়ের করছেন ১৯৫১ সালের পিপলস আইনে। তৃণমূল শুনে রাখুক, এই পিটিশন চার-পাঁচ বছর ধরে ঝুলে থাকবে না। ছ’মাসের মধ্যে যাতে মেটে, সেই ব্যবস্থা আমরা করছি।’ অন্যদিকে বসিরহাট নিয়ে রেখা পাত্র, ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে অভিজিৎ দাস, জয়নগর অশোক কাণ্ডারী পিটিশন দাখিল করেছেন বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন দেখার এই জল কতদূর গড়ায়।