LEFT

ব্যুরো নিউজ, ১৪ ফেব্রুয়ারি: সন্দেশখালিকাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সন্দেশখালিতে মূল আসামিদের শাস্তি চাই এই দাবিতে থানা ঘেরাও ও বিক্ষোভ অভিযান বামেদের।

পুজোর দিন সাত সকালে বাজারে প্রতিবাদ-বিক্ষোভ

সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারীর প্রতিবাদে পথে সিপিএম। সন্দেশখালির আবহাওয়া উত্তপ্ত হওয়ার পেছনে রয়েছে নিরাপদ সর্দারের  উস্কানি। শাসকদলের নেতাদের এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এই অভিযোগ ভিত্তিহীন, তাই নিঃশর্তে নিরাপদ সর্দারের মুক্তি চাই এই দাবি তুলেছে বামেরা।

এছাড়াও সন্দেশখালিতে মা বোনেদের সম্মান নিয়ে খেলা করেছে রাজ্যের শাসক দল। অথচ রাজ্য সরকার ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিদের ধরতে পারছে না। অভিযুক্তদের গ্রেফতার করে অবিলম্বে শাস্তি দিতে হবে এই দাবিতে থানা ঘেরাও ও বিক্ষোভ অভিযান সিপিএম পার্টির। এদিন বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত ডাকবাংলা মোড় থেকে মিছিল শুরু হয়। তারপর রামপুরহাট শহর পরিক্রমা করে এসে রামপুরহাট থানার সামনে পৌছায়। আর সেখানেই বিক্ষোভ দেখায় সিপিএমের নেতা কর্মীরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর