sukanta-mazumdar-class-teacher-role

ব্যুরো নিউজ, ৫ অক্টোবর :রাজ্যজুড়ে দুর্গাপুজোর উৎসবের আবহে সবাই ব্যস্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক পুজো উদ্বোধন করছেন। এমন সময়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও পিছিয়ে নেই। তবে তিনি রাজনীতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলেন। এক শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন। বৃহস্পতিবার বুনিয়াদপুরের একলব্য আবাসিক বিদ্যালয়ে ছাত্রদের ক্লাস নিয়ে সুকান্ত স্যার হিসেবে পরিচিত হলেন।

পুজোর মুখে বাজারে মূল্যবৃদ্ধির এক ধাক্কায়

২০ মিনিটের বেশি সময় নিয়ে পরালেন সুকান্ত স্যার

শুভেন্দুর অভিযোগঃ বোনাসে ধর্মের ভিত্তিতে বৈষম্য!

শিক্ষক হিসেবে ছাত্রদের সঙ্গে তিনি পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করেন। সালোকসংশ্লেষের উপর প্রায় ২০ মিনিটের একটি ক্লাস নেন। স্মার্টবোর্ড ব্যবহার করে তিনি শিক্ষার্থীদের সঠিকভাবে বিষয়টি বোঝান। ছাত্রদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা সক্রিয়ভাবে সুকান্ত স্যারের প্রশ্নের উত্তর দেন এবং নোটও লেখেন।

স্বস্তির খবর দ্রুত মাঠে ফিরতে চলেছেন পল পোগবার

সুকান্ত মজুমদার নিজেও আনন্দিত ছিলেন এই অভিজ্ঞতায়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘আমি রাজনীতিবিদের আগে একজন শিক্ষক। আজ ক্লাস নিতে পেরে খুব ভাল লাগছে।’তার এই উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে উৎসাহের ঝড় বইছে। প্রমাণিত হলো, রাজনীতির বাইরেও একটি দায়িত্বশীল শিক্ষক হিসাবে তাঁর ভূমিকা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর