ব্যুরো নিউজ, ১০ জুন : ১৯ এর লোকসভা ভোটের তুলনায় ২৪ এ লোকসভা নির্বাচনে আসল সংখ্যা কমেছে বিজেপির। ২০১৯-এ যেখানে বিজেপি ১৮টি আসনে জয় লাভ করেছিল৷ সেখানে ২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছে মাত্র বারোটি আসন। তবে বিরোধীদের পরাস্ত করে নিজের বালুরঘাট আসনটি কিন্তু ধরে রেখেছেন সুকান্ত মজুমদার। শুধু তাই নয় এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায়ও জায়গা করে নিচ্ছেন সুকান্ত মজুমদার। স্বাভাবিকভাবেই বালুরঘাটে তাঁর পরিবারে এখন খুশির হাওয়া। সেই খুশি সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিলেন সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদার।
রানিগঞ্জে ডাকাতির ঘটনায় বিহার যোগ!
যথাযথভাবেই দায়িত্ব পালন করবেন, আশাবাদী স্ত্রী কোয়েল মজুমদার
২০১৯ এ প্রথম নির্বাচনে লড়াই করেছেন। বিরোধীদের হারিয়ে জয়লাভ করেছেন। এরপর বিজেপির রাজ্য সভাপতি দায়িত্ব দেয়া হয়েছে তাঁকে। এবার আরও গুরুদায়িত্ব। মন্ত্রিত্ব পাচ্ছেন সুকান্ত মজুমদার। যে দায়িত্ব দেয়া হচ্ছে যথাযথ পাবে পালন করবেন, আশাবাদী স্ত্রী কোয়েল মজুমদার। বললেন, ‘আমার খুব ইচ্ছে ছিল শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার। কিন্তু এত অল্প সময়ে সবটা হয়েছে যে, আমি ২ সন্তানকে নিয়ে যেতে পারলাম না। কিন্তু আমি খুব খুশি। ও এই দায়িত্ব পালন করুক সঠিকভাবে। মানুষের পাশে থাকুক, এটাই চাই।’