Subadh Singh CID custody

ব্যুরো নিউজ, ৩০ জুন : একাধিক অপরাধ মূলক ঘটনায় নাম রয়েছে ‘গ্যাংস্টার’ সুবোধ সিং- এর। আর এবার CID-র হাতে এল সুবোধ সিং।

বিচারকরা মানুষের সেবক : ডি ওয়াই চন্দ্রচূড়

প্রসঙ্গত,  সপ্তাহ খানেক আগেই বেলঘরিয়ায় এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এমনকি ওই ব্যবসায়িকে ফোনে খুনের হুমকি দেওয়া হয়। সেই ঘটনায় নাম রয়েছে গ্যাংস্টার’ সুবোধ সিং- এর।

BJP Helpline

শুধু তাই নয়, তার নামে রয়েছে একাধিক অভিযোগ। ব্যবসায়ীদের থেকে তোলা আদায়, হুমকি। অজয় মণ্ডল-সহ একাধিক ব্যবসায়ীকে খুনের হুমকির অভিযোগ রয়েছে তার নামে। ২০২২ সালে রানিগঞ্জে একটি শ্যুটআউটের ঘটনা তেও জরিত। এমনকি এই জানা গিয়েছে, কয়লা মাফিয়া রাজু ঝা ‘খুনে’র ঘটনায় অভিযুক্ত সুবোধ সিং। তার বিরুদ্ধে এই অভিযোগও ওঠে যে, বিহারের জেলে বসেই অপরাধ মূলক কাজকর্ম চালত সুবোধ। আর এবার সেই সুবোধ সিং-কেই নিজেদের হেফাজতে নিল CID।

সুবোধ সিং-কে বাগে পেতে মরিয়া ছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা। জানা গিয়েছে, তাকে হাতে পেয়েই একাধিক মামলা যুক্ত করা হয়েছে তার নামে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর