Rajasthan Temperature

 

কি কারণে মানুষ স্ট্রোকের শিকার হয়?

ব্যুরো নিউজ, ৭ এপ্রিল: স্ট্রোক আধুনিকতার অভিশাপ! ঘরে ঘরেই এখন শোনা যায় স্ট্রোকের কথা। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কেনো হয় এই স্ট্রোক। আসুন তবে জেনে নেওয়া যাক স্ট্রোকের লক্ষণ এবং কী কী কারণে মানুষ স্ট্রোকে আক্রান্ত হয় সেই সম্পর্কে। কি কি কারণে মানুষ স্ট্রোকের শিকার হয়?

Advertisement of Hill 2 Ocean

কি কারণে মানুষ স্ট্রোকের শিকার হয়?

1.অনেক বেশি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড নির্ভর হয়ে পড়ছে নয়া প্রজন্ম স্বাস্থ্যকর খাবার খাওয়ার বদলে। খাওয়াদাওয়া হয় না সঠিক সময়ে।

2.ঘুমের সময়ও কমেছে । ৮ ঘণ্টা ঘুম আবশ্যক সুস্থ থাকার জন্য। কিন্তু পর্যাপ্ত সময় ঘুম হয় না জীবনযাত্রা বা কাজের চাপে। যার অবশ্যম্ভাবী ফল হতে পারে স্ট্রোক। দুর্ঘটনা ঘটতে পারে হৃদরোগ বা মানসিক অসুস্থতার মতো।

3.একেবারে হাঁটাহাঁটি হয় না বললেই চলে। শুধুমাত্র এই ছবিটা শহরের নয়, একই ছবি দেখা যাচ্ছে গ্রামের দিকেও।

4.অনিয়ন্ত্রিত ধূমপান, মদ্যপানও স্ট্রোকের অন্যতম কারণ।

5.এছাড়াও,জিনগত কারণেও অনেকসময় কমবয়সিরা হতে পারে স্ট্রোকের শিকার।

6.অনেক বেশি মেশিন নির্ভর আজকের বর্তমান জীবন। কমেছে শারীরিক কসরত। তাই বাড়ছে স্ট্রোকের প্রবণতা!

পোষ্য হাতির হামলাতেই মৃত্যু মাহুতের

কী কী লক্ষণ লক্ষ্য করা যায় স্ট্রোকের ক্ষেত্রে:

স্ট্রোক সাধারণত কোনও ওয়ার্নিং দিয়ে আসে না। তবে স্ট্রোকে কেউ আক্রান্ত হয়েছে কি না তা বোঝার কয়েকটি লক্ষণ রয়েছে। আসুন জেনে নিই সেই লক্ষণগুলি সম্পর্কে!

a) A- আর্ম বা হাত। হাতে জোর না পাওয়া,হঠাৎ হাত অসাড় লাগা, জিনিস পড়ে যাওয়া।

b) T- টাইম টু কল ৯১১। নিম্নলিখিত কোনও একটি উপসর্গ দেখা গেলেই সঙ্গে সঙ্গে যেতে হবে নিকটবর্তী হাসপাতালে।

c) S- স্পিচ বা কথা। হঠাৎ কথা আওড়ে যাওয়া বা জড়িয়ে যাওয়া।

d) F- ফেস বা মুখ। মুখ একদিকে বেঁকে যাওয়া বা ঝুলে পড়া।

e) E- আই বা চোখ। হঠাৎ করে চোখে অন্ধকারের পর্দা নেমে আসে। একটা জিনিসকে দুটো দেখা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর