iran israel effect in stock marcket

ব্যুরো নিউজ, ১৫ এপ্রিল: ইরান-ইজরায়েল যুদ্ধে বড়সড় ক্ষতির মুখে শেয়ার বাজার। সোমবার বাজার খোলার সাথে সাথে এক ধাক্কায় সেনসেক্স ও নিফটি অনেকটাই নেমে যায়। ফলে মাথায় হাত ট্রেডারদের। দুই দেশের যুদ্ধের কারণে শেয়ার বাজারে প্রভাব পড়বে, এমন একটা আশঙ্কা ছিলই। সোমবার বাজার খুলতে সেই আশঙ্কা সত্যি হলো।

সলমনের বাড়ির সামনে গুলি চালানো ব্যক্তির পরিচয় জানেন? এই কুখ্যাত গ্যাংস্টারের পরিচয় জানলে শিউড়ে উঠবেন

ইরান-ইজরায়েলের যুদ্ধে লগ্নিকারীদের কপালে চিন্তার ভাজ

একটা নয় দুটো নয় বাড়িতে চারটি পাইথন! ভয়েই দিন কাটাচ্ছেন সৃজিত পত্নী

এদিন, সেনসেক্স ৭৩৬ পয়েন্ট নেমে ৭৩,৫০৮ হয়। অন্যদিকে, নিফটি ২৩৪ পয়েন্ট কমে ২২,২৮৫ পৌঁছয়।ইরান-ইসরাইল যুদ্ধের কারণে বাজাজ ফিনান্স সার্ভিস, এসবিআই, টাটা মোটর্স, টাটা স্টিল, NTPC- মতো সংস্থাগুলি সমস্যার মুখে পড়েছে। সব মিলিয়ে শেয়ার বাজারে পতনের ফলে লগ্নিকারীদের ৮.২১ লক্ষ কোটি লোকসানের মুখে পড়তে হবে বলে আশঙ্কা।

শেয়ার বিশেষজ্ঞদের দাবি, আগামী কয়েকদিন এই পরিস্থিতির বদল হওয়ার সম্ভাবনা কম। ফলে স্টক কেনা-বেচার ক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর