চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হারের পরই অবসর নিলেন স্টিভ স্মিথ

ব্যুরো নিউজ,৬ ফেব্রুয়ারি:ভারতের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পরাজয়ের পরের দিনই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন স্টিভ স্মিথ। বুধবার নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটিই তার শেষ ওয়ানডে হয়ে রইল। তবে তিনি টেস্ট এবং টি-টোয়েন্টি চালিয়ে যাবেন।

ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড! বদলার সুযোগ রোহিতদের

ওয়ানডেতে স্মিথের কেরিয়ার:

✔️ ম্যাচ: ১৭০
✔️ রান: ৫৮০০
✔️ গড়: ৪৩.২৮
✔️ স্ট্রাইক রেট: ৮৬.৯৬
✔️ শতরান: ১২
✔️ অর্ধশতরান: ৩৫
✔️ সর্বোচ্চ স্কোর: ১৬২ (নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ২০১৬)
✔️ উইকেট: ২৮ (লেগ স্পিনার হিসেবে শুরু করেছিলেন)

অবসরের কারণ কী?

সেমিফাইনালে ভারতের কাছে হারের পর স্মিথ সতীর্থদের আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি ওয়ানডে থেকে সরে দাঁড়াবেন। ক্রিকেট অস্ট্রেলিয়া তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। স্মিথ বলেন, “ওয়ানডে ক্রিকেটে দারুণ সময় কাটিয়েছি। অসাধারণ কিছু মুহূর্ত ও স্মৃতি রয়েছে। দুটি বিশ্বকাপ জয় আমার জীবনের অন্যতম গর্বের অধ্যায়।”তিনি আরও জানান, “২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু হবে, তাই আমি জায়গা ছেড়ে দেওয়াটাই সঠিক মনে করছি। আপাতত আমার ফোকাস টেস্ট ক্রিকেটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওয়েস্ট ইন্ডিজ সফর ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে আমি উচ্ছ্বসিত।”

দুই বিশ্বকাপজয়ী স্মিথের অধিনায়কত্ব

স্টিভ স্মিথ ছিলেন ২০১৫ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য। মাইকেল ক্লার্কের পর তিনি অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক হন। তবে বল বিকৃতি কাণ্ডে অধিনায়কত্ব হারান। পরবর্তীতে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার দলকে নেতৃত্ব দেন।

ভারতকে সতর্ক থাকতে হবে বিধ্বংসী মেজাজে ফাইনালে নিউজিল্যান্ড

✔️ ওয়ানডেতে অধিনায়কত্ব: ৬৪ ম্যাচ
✔️ জয়: ৩২
✔️ পরাজয়: ২৮

অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি স্মিথের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, “স্মিথ সবসময় বলেছে যে সে সিরিজ ধরে এগোতে চায়। আমরা তার পাশে আছি।”এভাবেই একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন স্টিভ স্মিথ, তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে আরও কিছুদিন তিনি অস্ট্রেলিয়ার হয়ে মাঠ মাতাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর