ব্যুরো নিউজ, ৯ নভেম্ববর :শনির সাড়ে সাতি জীবনকে দুঃখ-কষ্ট ও বাধাবিঘ্নে ভরিয়ে তোলে। এই প্রভাব কমাতে অনেকেই কিছু নিয়ম মানেন। শনির অশুভ প্রভাব কাটাতে জ্যোতিষশাস্ত্র থেকে পাওয়া কিছু উপায় অনুসরণ করা যেতে পারে।
শনির সাড়ে সাতির প্রভাব কাটাতে করণীয় কিছু টিপস
যেমন শনির প্রকোপ থেকে সাময়িক মুক্তির জন্য নীলা বা এমিথিস্ট রত্ন ধারণ করতে বলা হয়। শনিদেবকে তুষ্ট করতে “নীলাঞ্জন চয় প্রখ্যাং রবিসূত মহাগ্রহম। ছায়ায়া গর্ভসম্ভুতঃ বন্দে ভক্ত্যা শনৈশ্চয়ম।” এই মন্ত্রটি নিয়মিত জপ করুন। এছাড়া শনির প্রভাব থেকে মুক্তি পেতে সীসা ধাতু ধারণ করাও কার্যকরী হতে পারে। শনি মন্দিরে আটটি শনিবার কালো আগরবাতি জ্বালিয়ে পূজা দিলে শনির দোষ কিছুটা কমে।
চাঁদ-বৃহস্পতির মিলনে এই ৪টি রাশির জীবনে ঘুরতে চলেছে সৌভাগ্যের চাকা!
আরও কিছু নিয়ম রয়েছে যা পালন করলে উপকার পাওয়া যেতে পারে। প্রতি শনিবার নিরামিষ খাবার গ্রহণ করা, বৃদ্ধ মানুষদের সেবা করা, কালো তিল দিয়ে টানা ৪৪ দিন স্নান করা এবং কোনও শনিবার সেই প্রক্রিয়া শুরু করা। হনুমান চাল্লিশা বা দুর্গা চাল্লিশা পাঠ করা, বাড়ির বয়স্ক ব্যক্তিদের প্রণাম করে কাজের জন্য বের হওয়া এবং সকালে কালো কুকুরকে গুড় ও রুটি খাওয়ানোও সাড়ে সাতির অশুভ প্রভাব হ্রাসে সহায়ক হতে পারে।
২০২৫ সালে শনির মীন রাশিতে প্রবেশ, কোন কোন রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে?
এছাড়া প্রতি শনিবার ভাত রান্নার পর খাবার আগে কাককে খাওয়ালে শুভ ফল প্রাপ্ত হয়। শনিদেবের সঙ্গে শিবের পূজাও করলে সুফল মেলে।