ব্যুরো নিউজ, ৫ এপ্রিল: বাবা ও মায়ের ধর্ম আলাদা ভাবে উল্লেখ করতে হবে সন্তান জন্মের নথিভুক্তিকরণের সময়। এর আগে শুধুমাত্র পরিবারের ধর্মের কথা উল্লেখ করলেই যথেষ্ট ছিল। কিন্তু বাবা ও মায়ের ধর্মের পৃথক উল্লেখ এবার নয়া নিয়মে বাধ্যতামূলক করা হবে। সূত্রের খবরে জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক এই নিয়ম লাঘু করতে চলেছে দ্রুত।
রাজ্য প্রশাসনগুলিকে এবার কেন্দ্রের তরফে দেওয়া হবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি। রাজ্য সরকারগুলোর কাছে এই নয়া নিয়ম সরকারি ভাবে গৃহীত হওয়ার পরই বাস্তবায়ন সম্ভব হবে নতুন নিয়মের। এর আগে শুধু উল্লেখ করতে হত পরিবারের ধর্ম। তবে এখন থেকে আলাদা করে বাবা ও মায়ের ধর্মের জন্য দুটি জায়গা থাকবে ‘ফর্ম নং ১- জন্মের রিপোর্ট’-এ যেখানে শিশুর ধর্মের উল্লেখ করতে হত সেখানে। এই একই পরিবর্তন করা হবে দত্তক সন্তানের ক্ষেত্রেও।
ব্রাত্য বসুর বিরুদ্ধে আরো এক ধাপ এগিয়ে রাজ্যপাল, দিলেন তদন্তের নির্দেশ
জন্ম-মৃত্যুর নথিভুক্তকরণ (সংশোধন) আইন সংসদে পাশ হয়েছিল ২০২৩ সালের আগস্টে। জন্ম-মৃত্যু সংক্রান্ত ডেটাবেস বা তথ্যপঞ্জি এবার থেকে জমা থাকবে কেন্দ্রের কাছে। এনপিআর আপডেট করার সময় সম্ভবত তা ব্যবহার করা হতে পারে। শুধু তাই নয়, আধার নম্বর, রেশন কার্ড, পাসপোর্ট, গাড়ির চালকের লাইসেন্স, ভোটার তালিকা ইত্যাদিও আপডেট করা হতে পারে এই তথ্যের ভিত্তিতে।