LEFT

ব্যুরো নিউজ, ২ জুন : শেষ দফার ভোটে একাধিক জায়গায় অশান্তির খবর উঠে এসেছে শিরোনামে। একাধিক জায়গায় ছাপ্পা ভোট, ভোট লুঠ, ভুয়ো ভোটার, ভুয়ো এজেন্ট, এমনকি তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দলের এজেন্টদের বুথে বসতে না দেওয়া অভিযোগ তুলে সরব হয়েছে বাম- বিজেপি সকলেই। আর তা নিয়ে একাধিক জায়গায় বিক্ষোভ, অশান্তির ছবি দেখা গিয়েছে। আর সেই অভিযোগেই সরব বাম নেতা তথা যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্য।

নদিয়ায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সৃজন ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূল বেশ কিছু জায়গায় ভোট লুঠের চেষ্টা করেছে। তৃণমূলের ভীতি আজকেও ছিল। তাই ভোট লুঠের চেষ্টা করেছে। বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ভাঙড়, যাদবপুর সর্বত্র। তৃণমূলের ইচ্ছেই ছিল ভোট লুঠের। এছাড়াও তিনি বলেন,  ১০১ নং ওয়ার্ড, ২৯২ বুথে আমাদের পোলিং এজেন্টকে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে। ১০৯ ওয়ার্ডেও সেই একই ছবি। একটার পর একটা এলাকায় আমাদের পাশাপাশি অন্যান্য এজেন্টদের বের করে দিয়েছেন।  মানুষের ভোটাধিকার তৃণমূল ঘাঁটতে চেয়েছে। পুলিশ তাতে সাহায্য করেছে।এমনকি কাউন্সিলর দলবল নিয়ে ভোট লুঠ করেছে। বলেও করা ভাষায় অভিযোগ তোলেন তিনি। এছাড়াও বলেন ১০৯ এখনও সংশয়জনক। ওয়েবকাস্টিং থাকা সত্ত্বেও ভোট লুঠের চেষ্টা হয়েছে।

BJP Helpline

ঘটনায় কমিশনের বিরুদ্ধেও সুর চড়ান বাম নেতা। তিনি বলেন, “বারুইপুর পূর্বে ১০০ মিটারের মধ্যে অবৈধ জমায়েত হয়েছে। তাঁদের ছেলেদের শাসানো হচ্ছে। কমিশনকে বারবার বলা সত্ত্বেও শোনেনি। তিনিই বলেন, ১০৯ নং ওয়ার্ডে অ্যাম্বুলেন্সে করে দুষ্কৃতীরা যাতায়াত করেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর