ব্যুরো নিউজ, ১ নভেম্ববর :অবশেষে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত সিনেমা ‘সন্তান’-এর ট্রেলার। রাজ চক্রবর্তী দীর্ঘদিন পর এসভিএফ প্রযোজনায় ফিরছেন পরিচালনায়।ট্রেলারে যে ধামাকাদার ড্রামা অপেক্ষা করছে তা এক ঝলকেই বোঝা যায়। সিনেমার মূল গল্পে রয়েছে বাবা ও ছেলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, যেখানে কোর্টরুম ড্রামার আবহে আবেগের প্রবাহ প্রবল।
আলোর উৎসব নাকি দূষণের দাপট? দীপাবলিতে দিল্লিকে টক্কর দিল কলকাতা!
প্রকাশ্যে এল পরিচালক রাজের সন্তানের ট্রেলার
দীপাবলির কালীপুজো উদ্বোধনে ব্যস্ত টলিউড তারকারা, জিয়াগঞ্জে শুভশ্রীর গান ভাইরাল
শরদিন্দু বোসের ভূমিকায় মিঠুন চক্রবর্তী, যিনি তার ছেলে ঋত্বিকের বিরুদ্ধে নিজের ও স্ত্রীর দেখভাল না করার অভিযোগে মামলা করতে আসেন। আর সেই মামলা লড়বেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, চরিত্রের নাম ইন্দ্রানী সেন। ট্রেলারে ইন্দ্রানীকে কোর্টে বলতে শোনা যায়, ‘আমাদের দেশে ষাটোর্ধ্ব ১৫ কোটি মানুষ রয়েছেন, যাদের বেশিরভাগই পরিত্যক্ত।’ অন্যদিকে ঋত্বিকের চরিত্রে, যিনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চপদস্থ হলেও, মায়ের চিকিৎসার খরচ দিতে অস্বীকার করে। বাবার মুখোমুখি হয়ে বলে, ‘আমার খরচ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, নিজেকে সামলাও।’
ভাইফোঁটায় বোনকে উপহার দিন সোনা! দেখে নিন আজকের দাম
এই টানটান ড্রামায় আরও দেখা যায় ছেলের নামে মামলা করার জন্য স্ত্রী স্বামীর ওপর ক্ষুব্ধ। এমনকি, একপর্যায়ে ছেলের অহংকার ভাঙতে মা তাকে থাপ্পড় মারে। সম্পর্কের জটিলতা ও সামাজিক বার্তার আবহে এই গল্প যে আবেগঘন ও গভীর তা স্পষ্ট।
এই সিনেমায় মিঠুনের স্ত্রীর চরিত্রে অনুষা মজুমদার এবং ঋত্বিকের স্ত্রীর চরিত্রে রয়েছেন অহনা দত্ত, যিনি প্রথমবার বড় পর্দায় অভিনয় করছেন। আরও রয়েছেন সোহিনী সেনগুপ্ত। সঙ্গীতে আছেন জিৎ গাঙ্গুলী। ট্রেলারের মাধ্যমে স্পষ্ট, ‘সন্তান’-এর গল্প বলার ধাঁচ টানটান এবং আবেগময়।