smriti irani-on-congress

ব্যুরো নিউজ, ১৮ মে: আমেঠি কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হয়েছেন স্মৃতি ইরানি। অন্যদিকে যে কেন্দ্র কংগ্রেস তার নিজের গড় বলে মানে, সেই কেন্দ্রে এবার ২৫ বছরের ইতিহাসে প্রথম পরিবারের কোনও সদস্য নির্বাচনে লড়ছেন না। এবার ওই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী করেছে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মাকে। অন্যদিকে এবার এই কেন্দ্রে প্রার্থী হওয়ার পর থেকে একের পর এক ইস্যুতে কংগ্রেসকে তোপ দাগছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। এবার সরাসরি গান্ধী পরিবারের গৃহবধূ মানেকা গান্ধীর নিগ্রহের বিষয়টি প্রকাশ্যে আনলেন। এদিন পুরনো স্মৃতি উসকে দিয়ে বিজেপি প্রার্থী বলেন, গান্ধী পরিবারের গৃহবধূ মানেকা গান্ধী নিজেই কংগ্রেস নেতা কর্মীদের হাতে এই আমেঠিতেই নিগ্রহের শিকার হয়েছিলেন। তাঁকে মারধর করে তাঁর পোশাকও ছিঁড়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনের আগে স্বাভাবিক ভাবেই তাঁর এই মন্তব্য জাতীয় রাজনীতি সরগরম।

মমতাকে খোঁচা নাড্ডার, মুখ্যমন্ত্রীর ‘মস্তিস্ক বিভ্রাট’, ‘দেশবিরোধী’ কার্যকলাপ নিয়ে হুঙ্কার

গৃহবধূকেই অপমান করেছিন কংগ্রেস, বিস্ফোরক স্মৃতি

এই প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, একটা সময় এই কেন্দ্র থেকে সঞ্জয় গান্ধী নির্বাচনে লড়তেন। তাঁর মৃত্যুর পর ১৯৮৪-তে এই কেন্দ্রে রাজীব গান্ধীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামেন মানেকা গান্ধী। সেই সময় কংগ্রেস নেতা-কর্মীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ বিজেপি প্রার্থী। স্মৃতি ইরানি বলেন, ‘যে গড়ে কংগ্রেস তাদের গৃহবধূকে অপমান করে, সেখানে অন্যান্য মা-বোনেদের সঙ্গে তারা কী আচরণ করবে, তা বলার অপেক্ষা রাখে না। মানেকা গান্ধী যখন এই কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন, তখন তাঁর উপর হামলা চালিয়েছিল কংগ্রেস। তাঁকে মারধরের পাশাপাশি তাঁর জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়।’ নির্বাচনের আগে কংগ্রেসের নিজের গড় বলে পরিচিত আমেঠিতেই কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর এহেন মন্তব্য কংগ্রেসের চাপ বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর