Cooling Musk_For Skin

শর্মিলা চন্দ্র, ৫ মে: গরমে স্বাভাবিকভাবেই নিষ্প্রাণ হয় পড়ছে আমাদের ত্বক। ফলে ত্বককে সতেজ ও সুস্থ রাখতে এই সময় কিন্তু বিশেষ যত্নের প্রয়োজন। তাহলেই আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে।

এই বলিউড জুটির ডেটিং নিয়ে গোপন রহস্য প্রকাশ্যে! বলিউড তারকা মালাইকা অরোরার পুত্র আরহান খানের পডকাস্টেই পর্দা ফাঁস বলিউড জুটির

ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ এই ফল ত্বকের জন্য উপকারী

গরমের দিনে পাকা আম সিজিনাল ফুড। আম খেতে ভালোবাসে না এরকম মানুষের সংখ্যা নেহাত কম। আম শুধু খাবার জন্য নয় ত্বকের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন। পাকা আম ত্বকের জন্য কিন্তু বেশ কার্যকরী।কারণ ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ এই ফল ত্বকের জন্য উপকারী। আবার ত্বকের নিজস্ব প্রোটিন কোলাজেন বৃদ্ধিতেও সহায়তা করে এটি। পাকা আম দিয়ে রূপচর্চা করতে গেলে কয়েকটি ছোট টিপস আপনাকে ফলো করতে হবে। তাহলে এবার দেখে নিন পাকা আম দিয়ে কিভাবে রূপচর্চা করবেন।

প্রথমেই একটি পাকা আম নিয়ে নিতে হবে

তারপর সেটি বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে

এরপর আমটি খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে

কাটা আম আলাদা সরিয়ে রেখে খোসাগুলো নিয়ে নিন

এবার খোসাগুলো ছোট ছোট করে পিস করে কেটে

ব্লেন্ডারে মিহি করে একটি পেস্ট তৈরি করে নিন

পেস্টটি একটি পাত্রে রেখে তাতে এক টেবিল চামচ টক দই ও এক টেবিল চামচ মধু মিশিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নিন

এবার এই মিশ্রণটি পরিষ্কার মুখে ফেসপ্যাকের মতো ভালো করে লাগিয়ে নিন

মিশ্রণটি শুকানোর জন্য মুখে ১০-১৫ মিনিট রেখে দিন

এরপর হালকা গরম জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন

দেখবেন মুখটা বেশ পরিষ্কার ও উজ্জ্বল দেখাবে

এরপর আপনি যে ময়েশ্চারাইজার ব্যবহার করেন সেটি ভালো করে মুখে লাগিয়ে নিন

তাহলে এবার থেকে পাকা আম শুধু খাওয়ার জন্য নয় রূপচর্চাতেও কিন্তু ব্যবহার করতে পারেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর