ব্যুরো নিউজ, ২৩ মে : শিলিগুড়ির মিশনে হামলার ঘটনায় মূল অভিযুক্তর সঙ্গে পুলিশকর্তাদের ছবি। আর তা থেকেই প্রশ্ন উঠছে তবে কি জমি কেনাবেচার কাজের সঙ্গে প্রশাসনেরও যোগ রয়েছে?
‘হাইকোর্ট বড় থাপ্পড় মেরেছে…’ OBC মামলার রায় নিয়ে বিরোধীদের এক হাত নিলেন মোদী
শিলিগুড়িতে মধ্যরাতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা ঘটে। আর তা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনায় অভিযোগ, শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি এবং সম্পত্তি দখল করার চেষ্টা করছে জমি মাফিয়ারা। রবিবার গভীর রাতে শিলিগুড়ির সেবক রোডের পাশে শালুগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের ‘সেবক হাউস’-এ হামলার ঘটনা ঘটে। ৩০-৪০ জন সশস্ত্র দুষ্কৃতীকে নিয়ে সেখানে ঢুকে পড়ে স্থানীয় এক জমি মাফিয়া। এমনকি এই অভিযোগও সামনে আসে যে, জমি মাফিয়ারা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের মারধর করেছে। নিরাপত্তারক্ষী এবং সেখানে বসবাসকারী আবাসিকদের খুনের হুমকিও দেওয়া হয়ছে। ঘটনায় আশ্রম কর্তৃপক্ষ ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই এই হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছেন পাঁচজনকে।
এদিকে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন হামলায় মূল অভিযুক্ত শুভম মাহাতোর সঙ্গে পুলিশকর্তাদের কয়েকটা ছবি প্রকাশ্যে আসতেই ঘটনার মোড় নেয় অন্যদিকে। শুভম মাহাতোর সঙ্গে ভক্তিনগর থানার প্রাক্তন আইসি, এলাকার তৃণমূল নেতা, ডেপুটি মেয়রেরও ছবি ভাইরাল। আর সেই সকল ছবি নিয়েই তৈরি হয়েছে জোর জল্পনা।
এদিকে রামকৃষ্ণ মিশন হামলায় অন্যতম মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও অধরা। তবে তিনি যে নিজেকে ওই জমির মালিক হিসাবে দাবি করছিলেন, তা মিথ্যা। ডিএসপি-র বক্তব্যে তা স্পষ্ট। তবে এর মাঝেই এই হামলার আরেক মূল অভিযুক্ত শুভম মাহাতোর প্রকাশ হওয়া কয়েকটি ছবি নিয়েই এখন জোর শোরগোল। আর এ নিয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, নেতাদের সঙ্গে বহু মানুষ এসে ছবি তোলেন। তবে দলের সঙ্গে শুভমের কোনও যোগ নেই।


















