SIKKIM FLOOD

ব্যুরো নিউজ, ১৩ জুন : একদিকে দক্ষিণবঙ্গে যখন তাপমাত্রার পারফ ঊর্ধ্বমুখী, তখন বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ভারী বৃষ্টির জেরে ধস নেমে বন্ধ সিকিমের একাধিক রাস্তা। পাহাড়ি রাস্তায় আটকে পড়েছেন বহু পর্যটক। ভারী বৃষ্টির জেরে বন্ধ যান চলাচল। পর্যটকদের বিকল্প রাস্তা ব্যবহারের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। সিকিম প্রশাসন ও সেনাবাহিনী পর্যটকদের বিকল্প রাস্তায় গ্যাংটক পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করছেন।

ভারত পেল নয়া সেনা প্রধান, সন্ত্রাস দমনে বিরাট ভূমিকা তাঁর

পাহাড়ি রাস্তায় আটকে পর্যটকরা

সিকিমে অত্যাধিক বৃষ্টির কারণে উত্তরের সমতলে তিস্তার জলস্তর বাড়ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে লাল সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়িতে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ১৪ জুন পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং জেলায়, ১৬ জুন পর্যন্ত জলপাইগুড়ি জেলায়, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ১৭ জুন পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর