shivprasad-got-injured

ব্যুরো নিউজ, ৮ এপ্রিল : শিবপ্রসাদ ৫ এপ্রিল মেরুদণ্ডে চোট পেয়েছিলেন ‘বহুরূপী’র শুটিং ফ্লোরে শট দিতে গিয়ে। তারপর বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করানো হয় পরিচালককে। শিবপ্রসাদ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রবিবার। এখন কেমন আছেন তিনি, পরিচালক নিজেই জানিয়েছেন সমাজমাধ্যমে।

বাংলায় বিজেপি ১ নং! পিকের ভবিষ্যৎবাণী ঘিরে জল্পনা

Advertisement of Hill 2 Ocean

আপাতত শুটিং কিছু দিনের জন্য বন্ধ থাকছে

শিবপ্রসাদ মঙ্গলবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন নিজের। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি লিখে জানিয়েছেন, ‘‘‘বহুরূপী’র সেটে অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলে বাড়ি ফিরলাম। এ ক’দিনে আমার প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ দেখা করতে এসেছেন। নিয়মিত খোঁজ নিয়েছেন। এবং পেয়েছি অসংখ্য শুভেচ্ছাবার্তা। আশা করি, আপনাদের ভালবাসায় ও মঙ্গলকামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব।’’

সূত্রের খবরে জানা গিয়েছে, ‘বহুরূপী’র শুটিং বন্ধ থাকবে শিবপ্রসাদ পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত। কারণ, শিবপ্রসাদ পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন ছবির অন্যতম চরিত্রে। পরিচালক এই প্রসঙ্গ উল্লেখ করে লিখেছেন, ‘‘আপাতত শুটিং কিছু দিনের জন্য বন্ধ। কিন্তু কবে কাজে ফিরব, সেই আশায় দিন গুনছি।’’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর