ব্যুরো নিউজ, ৬ জুলাই: প্রকাশ্য রাস্তাতে শিবসেনা নেতাকে এলোপাথাড়ি কোপ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিবসেনা নেতা সন্দীপ থাপার গোরা।
দুধ দিয়ে স্নান করিয়ে পুজো নরেন্দ্র মোদীর
শুক্রবার সকালে পঞ্জাবের লুধিয়ানায় সন্দীপ থাপারের উপরে হামলা চালানো হয়। জনা যায়, সেদিন সকালেই লুধিয়ানায় একটি সভায় ভাষণ দিয়ে স্কুটি চালিয়ে ফিরছিলেন তিনি। সেই সময়ই তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে হামলাকারীরা। তলোয়ারের একের পর এক কোপে আহত হন শিবসেনা নেতা।
ঘটনায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ। ইতিমধ্যেই দুইজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়ছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীদের বেশভূষা নিহঙ্গ শিখ-দের মতো ছিল। ঘটনায় শিবসেনা নেতা সন্দীপ থাপার গোরার দেরক্ষি থাকলেও তিনি সেই পরিস্থিতিতে নীরব দর্শকেরই ভূমিকা পালন করেছেন।
এদিকে হামলার পর হাসপাতালের বাইরেই বিক্ষোভ দেখাতে থাকেন শিবসেনার কর্মী- সমর্থকেরা। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে নামেন তারা। হিন্দু সংগঠনের তরফে আজ বনধের ডাক দেওয়া হয়েছে।