শান্তনু মহেশ্বরীর টলিউড অভিষেক

ব্যুরো নিউজ ,১৯ ডিসেম্বর:জন্ম কলকাতার কুমোরটুলি পার্কে, জাতীয় স্তরে পরিচিতি মুম্বইয়ে। অবশেষে টলিউডে পা রাখলেন শান্তনু মহেশ্বরী। প্রতিম ডি’গুপ্তের পরিচালনায় ‘চালচিত্র’ ছবিতে এক তরুণ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি ছবির শেষ মুহূর্তের কাজ সারতে শহরে এসেছিলেন শান্তনু।বাংলা ছবিতে অভিনয়ের সুযোগ পেতে এত সময় লাগল কেন? শান্তনু হেসে উত্তর দিলেন কারণ, আমার কাছে কোনও প্রস্তাব আসেনি। তিনি বলেন, মুম্বইয়ে থেকে টলিউডের থেকে তার দূরত্ব ছিল। তবে বাংলা ছবিতে কাজ করার ইচ্ছা বহুদিনের। শুটিংয়ের আগে চিত্রনাট্য পেলে বাংলা সংলাপও অনায়াসে বলতে পারবেন বলে আশ্বাস দেন শান্তনু। প্রথম সুযোগ তাই তার কাছে বিশেষ।

৯৭তম অস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশঃ হতাশ করল ভারতীয় সিনেমাপ্রেমীদের

‘চালচিত্র’-এ কাজের যাত্রা

প্রতিম ডি’গুপ্তের হিন্দি ওয়েব সিরিজ ‘টুথ পরী’-তে কাজ করার সময়ই বাংলায় কাজের ইচ্ছা প্রকাশ করেছিলেন শান্তনু। সেই সূত্রে ‘চালচিত্র’-এর প্রস্তাব পান। অভিনয়ের পাশাপাশি ছবিতে টোটা রায়ের সঙ্গে নাচের দৃশ্যেও দেখা যাবে তাকে। টোটার নাচে মুগ্ধ শান্তনু বলেন টোটাস্যরের সঙ্গে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা।‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-তে আলিয়া ভট্টের বিপরীতে অভিনয় করার পর শান্তনুর জীবনে বড় পরিবর্তন আসে। কিন্তু অভিনয়ে সাফল্য পেলেও, সেই স্রোতে গা ভাসাতে চান না তিনি। জানালেন আমি সবসময় নতুন ধরনের চরিত্র খুঁজে বেড়াই। তাতে সময় লাগলেও ক্ষতি নেই।কাজের চাপে শান্তনু এখন কলকাতায় খুব কম আসেন। তবে বছরে অন্তত দু’বার চেষ্টা করেন শহরে আসার। গভীর রাতে শহরের রাস্তায় হাঁটতে পছন্দ করেন তিনি। প্রকাশ্যে ‘আমাদের ছেলে’ বলে পথচারীদের সম্বোধন তার মন ছুঁয়ে যায়।

পুষ্পা ২ঃ মৃত্যুর ঘটনায় বিতর্কের মাঝেও ৯০০ কোটির ক্লাবে ঢুকল আল্লু অর্জুনের সুপারহিট সিনেমা

বাংলা ছবি দেখতে শান্তনু সময় পেলেই ওটিটিতে মগ্ন হন। বাবার কাছ থেকে বাংলা ছবির পরামর্শ নেন, যা তাকে প্রেরণা দেয়। তিনি বলেন, “প্রসেনজিৎ স্যার থেকে জিৎ— সবাই আমার প্রিয়।” অভিনয়ের পাশাপাশি বর্তমানে একটি চিত্রনাট্যও লিখছেন। যদিও তা বাস্তবায়িত হতে আরও সময় লাগবে।মুম্বইয়ে তার ১৫ বছরের লড়াই নিয়ে শান্তনুর মত, প্রত্যেকের যাত্রাপথ আলাদা। তাই নতুনদের পরামর্শ দিতে চান না। তবে তিনি বিশ্বাস করেন, যোগসূত্র ও পরিশ্রমই সাফল্যের মূলমন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর