ব্যুরো নিউজ, ১১ এপ্রিল: বুধবারই কলকাতা হাইকোর্ট সন্দেশখালির যাবতীয় ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এছাড়াও আদালতের তরফে জানানো হয়েছে, সন্দেশখালির বাসিন্দারা সরাসরি কেন্দ্রীয় সংস্থার কাছে অভিযোগ জানাতে পারিবেন। এর জন্য সিবিআইকে একটি পোর্টাল খোলার নির্দেশ দিয়েছে আদালত। এর থেকে পরিষ্কার সন্দেশখালির ঘটনার তদন্তে পুলিশের আর কোনো ভূমিকা থাকছে।
হাতে ভোটের কালি আছে তো? তবে আর চিন্তা কি! পেয়ে যান রেস্তোরাঁর বিলে ২০ শতাংশ ছাড়!
কেন্দ্রীয় এজেন্সিকে দরাজ সার্টিফিকেট!
এরপরই বৃহস্পতিবার সন্দেশখালির বেতাজ বাদশা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সম্পর্কে যা বললেন তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার মেডিক্যাল পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে যখন শাহজানকে বের করা হয় তখন বলেন, সন্দেশখালির তদন্ত সিবিআই করছে ভাল হবে। ইডি তদন্ত করছে, ওরাও ভাল করছে। তার এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর চর্চা। যদিও বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছুড়ে ফেলে দিয়েছেন। তাই হয়ত সুর বদল।’ তবে শাহজাহানের এই ইতিবাচক মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।