আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে নিরাপত্তা ভঙ্গ

ব্যুরো নিউজ,৩ ডিসেম্বর:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর ভারতকে আক্রমণ করলেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা উচিত। এই বক্তব্যের পরপরই, ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে নিরাপত্তা ভঙ্গের ঘটনা ঘটে।

বাস পরিসেবায় আরও কড়াকড়িঃ নতুন এসওপির আওতায় যাত্রী তোলার কঠোর নিয়ম চালু

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে


এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। তিনি বলেন যদি ভারতের আইন-শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তারা রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাইতে পারে। তিনি আরও জানান, শান্তিরক্ষা বাহিনী পাঠানোর মাধ্যমে বাংলাদেশ আরও সহযোগিতা প্রদান করতে পারে।আগরতলার ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে তারা গভীরভাবে দুঃখিত এবং কোনও বিদেশি দূতাবাস বা বিদেশি প্রতিনিধিদের ওপর হামলার বিষয়টি মেনে নেওয়া যায় না। ভারত সরকার জানিয়েছে তারা বাংলাদেশের হাইকমিশন এবং সহকারী হাইকমিশনগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে।

ভারতের প্রথম গগনযান মিশনঃ মহাকাশে মানবযাত্রার নতুন দিগন্তের উন্মোচন

তবে, বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, আগরতলায় যা ঘটেছে তা ছিল ‘পূর্ব-পরিকল্পিত হামলা।’ বাংলাদেশের বিদেশ মন্ত্রক অভিযোগ করেছে, স্থানীয় পুলিশ যথেষ্ট সক্রিয় ছিল না পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এছাড়া, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কাছেও কিছুদিন আগে উত্তেজনা তৈরি হয়েছিল, তবে সেখানে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর