ব্যুরো নিউজ, ১১ অক্টোবর :অষ্টমী উপলক্ষে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর সময় বৃষ্টি হবে, সে বিষয়টি আগেই জানিয়ে রেখেছিল আবহাওয়া দফতর। তবে বৃষ্টির তীব্রতা নিয়ে নানা মতামত ও আলোচনা চলছে।
জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন, সপ্তমীতেও আন্দোলন চলছে
বেশ কয়েকটি নিম্নচাপ দেখা গেছে
সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত বাংলায় বেশ কয়েকটি নিম্নচাপ দেখা গেছে। এর ফলে ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টির কারণে বাংলার বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জল নিষ্কাশন নিয়ে ডিভিসির সঙ্গে বেশ কিছু টানাপোড়েনও হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছিলেন।
জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সমর্থন প্রাইভেট হাসপাতালের চিকিৎসকদের অংশগ্রহণ
এখন পুজোর সময় বৃষ্টি আসন্ন হলেও, তা বিক্ষিপ্তভাবে হবে বলেই আগেই জানানো হয়েছে। যদিও ষষ্ঠীর সকালে কলকাতায় মুষলধারার বৃষ্টি শুরু হলে শহরের নানা প্রান্ত জলমগ্ন হয়ে যায়। তবে সপ্তমীর সকালে কলকাতা থেকে জেলা—সব জায়গাতেই রোদ দেখা যাচ্ছে, যদিও মেঘলা আকাশও পুরোপুরি পরিষ্কার হয়নি।
কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে দেখা গেছে। তবে নতুন করে কোনও নিম্নচাপের পূর্বাভাস না থাকার কারণে উৎসবমুখর বাঙালিরা কিছুটা খুশি। পুজোর আনন্দে তারা এই বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাব কম হবে, এই আশায় রয়েছেন। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এই বৃষ্টির কারণে পুরো পুজোই নষ্ট হচ্ছে না, তাই সবাইকে সতর্কতার সঙ্গে আনন্দ উপভোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।