sandeshkhali

ব্যুরো নিউজ, ১ জুন : সপ্তম দফার নির্বাচনের আগের রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা মহিলা ভোটারদের ভয় দেখাচ্ছে এমনই অভিযোগ তুলেছেন সন্দেশখালি ও বেড়মজুরের মহিলারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এমনই অভিযোগ তুলেছেন। অন্যদিকে, গ্রামবাসীদের অভিযোগ পুলিশের ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল।

ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়! বোমাবাজিতে আহত শিশু-সহ ৭
পুলিশের বিরুদ্ধে মহিলাদের ভয় দেখানোর অভিযোগ

ভোটের আগের রাতে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে ভোট করানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনী। সন্দেশখালির বিভিন্ন অঞ্চলে হাওয়াই চপ্পল পরা পুলিশ এবং সাদা পোশাকের সিভিক ভলান্টিয়ার্স ঘুরে বেড়াচ্ছে। এরা মহিলা ভোটারদের ভয় দেখাচ্ছে, প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূলের পক্ষে ভোট করাতে শেষ চেষ্টা করছে পুলিশ, এমনই অভিযোগ করেছেন তিনি।

BJP Helpline

বেড়মজুরের মহিলারা পুলিশের ভয় দেখানোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। অন্যদিকে, কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিলকুমার শর্মাকেও বিষয়টি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ নির্বাচন খতিয়ে দেখছে কমিশন।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় এক্স হ্যান্ডেলে অভিযোগ তোলেন, সন্দেশখালিতে মহিলাদের হেনস্থা করা হচ্ছে, তাঁদের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। আলো নিভিয়ে এসব চলছে, তৃণমূলের গুন্ডারা পুলিশকে পথ দেখাচ্ছে। পাপের ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর