ব্যুরো নিউজ, ৫ মে: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে তিনজন ভারতীয়কে গ্রেফতার করেছে কানাডা পুলিশ। এবার তা নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা! ফিরে এল পুলওয়ামার স্মৃতি!
এদিকে কানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম দাবি করেছে, হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বছর ২২-এর করণ ব্রার ও কমলপ্রীত সিং এবং বয়স ২৮-এর করণপ্রীত সিং -এর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। সেই ভিত্তিতে তাদের গ্রেফতারি।
সে দেশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের সদস্য অফিসার-ইন-চার্জ মনদীপ মুকার জানিয়েছেন, এখানেই তদন্ত শেষ নয়। এই হত্যা কান্ডের সঙে অন্যান্যরা যুক্ত আছে। তাই তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে বদ্ধপরিকর তারা।
এদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, খলিস্তানি জঙ্গি নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে কানাডায় যা হচ্ছে, তা বেশিরভাগই সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতির কারণে। সেসবের সঙ্গে ভারতের কোনও যোগসূত্র নেই। তবে এই ঘটনায় যে তিনজন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে ভারতকে কিছুই জানানো হয়নি। এমনকি কোনও তথ্য প্রমানও পেশ করা হয়নি কানাডার পক্ষ থেকে।