Rupali Ganguli joins BJP 

ব্যুরো নিউজ, ১ মে: নির্বাচনের মাঝেও চমক গেরুয়া শিবিরে। জল্পনা ছিলই, বুধবার সেই জল্পনা সত্যি করেই বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। বুধবার মুম্বাই থেকে দিল্লি আসেন অভিনেত্রী। সেখানে বিজেপির সদর দপ্তরে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়। এদিন তাকে দলে স্বাগত জানান খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

পাকিস্তানে খেলতে নারাজ ভারত! পাক ক্রিকেট বোর্ডের তরফে আইসিসিকে দেওয়া হল নতুন প্রস্তাব

নির্বাচনের মাঝেও চমক গেরুয়া শিবিরে

বিজেপিতে যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, ‘উন্নয়নের মহাযজ্ঞ দেখে আমারও রাজনীতিতে যোগ দিতে মন চাইছিল। নাগরিক হিসেবে আমাদের সকলেরই এতে শামিল হওয়া উচিত। ঈশ্বরের আশীর্বাদে কিছু মানুষের সান্নিধ্যে আসার সুযোগ হয়। সেখান থেকেই এই সিদ্ধান্ত।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে চলতে চাই, দেশের সেবায় নিযুক্ত হতে চাই। অমিত শাহের নেতৃত্বে এগোতে চাই। এমন কিছু করতে চাই, যাতে আজ যাঁরা আমাকে দলে নিলেন, একদিন আমাকে নিয়ে গর্ববোধ করেন ওঁরা।’

নির্বাচন চলাকালীন গেরুয়া শিবিরে যোগ দিলেও নির্বাচনে প্রার্থী হবেন কিনা সে বিষয়ে কিছু জানার নেই অভিনেত্রী। অন্যদিকে বিজেপির তরফে এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি।

অভিনেত্রী বাবা অনিল গঙ্গোপাধ্যায় চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। ১৯৮৫ তে বাবার হাত ধরেই বাবার পরিচালনায় ‘সাহেব’ ছবিতে তার প্রথম অভিনয়। এরপর একাধিক ছবিতে অভিনয় করতে দেখা যায় রূপালি গঙ্গোপাধ্যায়কে। ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘সঞ্জীবনী’, ‘অনুপমা’র সিরিয়াল তাকে অনেকটাই সাফল্য এনে দিয়েছে। বেশ কিছু বাংলা ছবি তো অভিনয় করেছেন রূপালি গঙ্গোপাধ্যায়। এদিম অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি বিজেপিতে যোগদান জ্যোতিষ অমেয় জোশী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর