rupa-gangopadhyay-arrest-protests-patulithana

ব্যুরো নিউজ ৩ অক্টোবর : পাটুলি থানার সামনে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। তাদের মধ্যে রূপা গঙ্গোপাধ্যায় রাতভর সেখানে অবস্থান করেন। সকালে পুলিশ তাকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায়। রূপাদেবী অভিযোগ করেন যে, তাকে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়া গ্রেফতার করা হয়েছে এবং রাতভর শৌচাগার ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, পুলিশ মানবিকতা হারিয়েছে।

কংগ্রেসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন বারাক ওবামা!

কি কারনে গ্রেফতার হলেন তিনি

বাঁশদ্রোণীতে এক কিশোরের পে লোডারের ধাক্কায় মৃত্যুর পর এলাকার মানুষ উত্তেজিত হয়ে ওঠেন। পুলিশ ওসি সেখানে গেলে তাঁকে ৭ ঘণ্টা ঘেরাও করা হয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও তৃণমূলের গুন্ডারা মহিলাদের ওপর হামলা চালায় এবং তাঁদের মারধর করে। এই ঘটনার পর পুলিশ ধরপাকড় শুরু করে এবং পাঁচজনকে গ্রেফতার করে। স্থানীয় বিজেপি নেত্রী রুবি মণ্ডলকেও গ্রেফতার করা হয়।ধৃতদের মুক্তির দাবিতে পাটুলি থানার সামনে প্রতিবাদ শুরু হয়। এরপর রূপা সেখানে বসে রাতভর অবস্থান করেন। সারা রাত পরে সকালে পুলিশ তাকে গ্রেফতার করে এবং লালবাজারে নিয়ে যায়।

দিল্লিতে চিকিৎসক হত্যাকাণ্ডঃ নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রূপার গ্রেফতারির নিন্দা করেছেন। তিনি দাবি করেন, রাজ্যে স্বৈরতন্ত্র চলছে। শাসক কোনও প্রতিবাদ সহ্য করতে পারছে না। তৃণমূল শেষ দেখে বেপরোয়া হয়ে উঠেছে। তবে গণপ্রতিরোধের সামনে তারা শেষ পর্যন্ত টিকতে পারবে না।

 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর