ব্যুরো নিউজ,২৩ আগস্ট:আরজিকর কাণ্ডের পর থেকেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি করছেন। একইসঙ্গে দিল্লির এইমস সহ দেশের অন্যান্য রাজ্যের সমস্ত চিকিৎসকদের সংগঠন আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছিলেন। এবার সুপ্রিম কোর্টের তরফে চিকিৎসকদের কাছে কর্মবিরতি তুলে নেওয়ার আর্জি জানানো হয়। দিল্লির AIIMS-এর চিকিৎসকরা ইতিমধ্যেই কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। দেশের অন্যান্য রাজ্যের চিকিৎসকরাও একই পথে হাঁটছেন।
ইউরিক অ্যাসিড ধরা পড়েছে? জানুন ইউরিক অ্যাসিড জব্দ করার উপায়
বাংলায় চিকিৎসকরা কি সিদ্ধান্ত নিয়েছেন?
RG Kar case: কোথায় লুকিয়ে রহস্য? নির্যাতিতার সঙ্গে ডিনার ৪ চিকিৎসকের,গোপন জবানবন্দি চাইছে সিবিআই
তবে বাংলার জুনিয়র চিকিৎসকরা এখনও পর্যন্ত তাদের নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। এক্ষুনি তারা কর্মবিরতি প্রত্যাহার করছেন না। বৃহস্পতিবার রাতে জুনিয়র চিকিৎসকদের জেনারেল বডির মিটিং হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালেই কর্মবিরতি চলবে। আরজি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের সঙ্গে যারা জড়িত তাদের সকলকে গ্রেপ্তার করলে তবেই কর্ম বিরতি উঠবে। আগের দিন সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে চিকিৎসকদের তরফে আইনজীবী অভিযোগ করেন, আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে। হাসপাতালে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।
RG Kar case:সুপ্রিম নির্দেশ এবং রাজ্যপালের সঙ্গে কথা, কি জানাচ্ছেন নির্যাতিতার বাবা-মা
এই অভিযোগ শোনামাত্রই প্রধান বিচারপতি জানতে চান, কারা হুমকি দিচ্ছেন চিকিৎসকদের? তিনি আশ্বস্ত করেন। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ যাতে না করা হয়, সেই বিষয়টির উপর নজর রাখা হবে। প্রধান বিচারপতি জানান, ধর্মঘটে রয়েছেন যে সব চিকিৎসকরা, তাদের যাবতীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে। চিকিৎসকদের নিয়ে শীর্ষ আদালত যে উদ্বিগ্ন, সেই বিষয়টিও স্পষ্ট করেছেন তিনি। এদিকে বৃহস্পতিবার রাতে জেনারেল বডির মিটিং হওয়ার পর রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের কর্মবিরতি চলার সিদ্ধান্তে অনড় থাকছেন চিকিৎসকরা। জানা যাচ্ছে, আজ শুক্রবার সিবিআই দপ্তরে গিয়ে চিকিৎসকরা আরজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইবেন। তারপরে ফের একবার কর্মবিরতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।