ব্যুরো নিউজ,১০ আগস্ট: কলকাতার একের পর এক সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের খবর আসছে। কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে মুখর হয়ে উঠেছে সমস্ত সরকারি হাসপাতাল। ফলে রোগীদের পরিষেবা ব্যাহত হচ্ছে। দূর থেকে যারা চিকিৎসার জন্য কলকাতার সরকারি হাসপাতালগুলিতে এসেছিলেন, তারাও সমস্যায় পড়ে গিয়েছেন।
কলকাতার পাশাপাশি জেলা হাসপাতালেও চলছে বিক্ষোভ
শুধু কলকাতার মধ্যে নয়, জেলা হাসপাতালগুলিতেও প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিয়েছেন। বিক্ষোভ শুরু হয়েছে কলকাতার শিশু মঙ্গল হাসপাতালে। দোষীদের উপযুক্ত কঠোর শাস্তির দাবিতে এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু হয়েছে কলকাতা জুড়ে। শনিবার সকাল থেকেই আর জি কর হাসপাতালে ব্যাপক বিক্ষোভ চলছে। ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলেছেন,- বিচার চাই।
High Court Observation:১ টাকায় সৌরভকে জমি, স্বচ্ছতা কোথায়?প্রশ্ন হাইকোর্টের
কলকাতা মেডিক্যাল কলেজেও বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। শনিবার রোগীদের জানিয়ে দেওয়া হয়েছে, আউটডোরে কোনো জুনিয়র চিকিৎসক পরিষেবা দেবেন না। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ সিনিয়র চিকিৎসকদের রোগী দেখার জন্য দায়িত্ব দিয়েছেন। কারণ দূর দূরান্ত থেকে যারা চিকিৎসার জন্য এসেছেন তাদের ফিরে যেতে হচ্ছে। এদিকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, শিশুমঙ্গল হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নীলরতন সরকার হাসপাতালেও বিক্ষোভ শুরু হয়েছে। সমস্ত হাসপাতালেই প্রতিবাদের স্লোগান উঠেছে। হাতের প্ল্যাকার্ডে লেখা.. বিচার চাই। বিক্ষোভকারী চিকিৎসকদের দাবি, ডাক্তারদের মারধর অসম্মান অনেকদিন সহ্য করেছি। আর মেনে নেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।