ব্যুরো নিউজ,১৬ আগস্ট: অরিজিৎ সিং নামটা কে না চেনে? দর্শক এবং শ্রোতাদের আবেগের আরেক নাম হল অরিজিৎ সিং। তার সুরেলা কন্ঠে মুগ্ধ গোটা বিশ্ব।কিছুদিন আগে গায়ক দুঃসংবাদ দিয়েছিলেন যে তিনি অসুস্থ । এবং তার ফলে তিনি আগস্ট মাসের তার সমস্ত কনসার্ট বাতিল করে দিয়েছিলেন।তার অনুরাগিরা তার অসুস্থতার খবরে চিন্তায় পরেছিলেন। কিন্তু কিছুদিন আগে তাঁকে হঠাৎ দেখা যায়।কয়েকটি ছবি সমাজ মাধ্যমে প্রচণ্ড ভাইরাল হয়। (অরিজিৎ সিং এর যে ছবিগুলি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে সেগুলো সত্যতা যাচাই করেনি ইভিএম নিউজ।
ময়দা দিয়ে করুন রূপচর্চা। চটজলদি উজ্জ্বল হবে আপনার ত্বক
ভাইরাল ছবি অরিজিৎ সিং এর
কিছুদিন আগে ছবি গুলো ভীষণভাবে ভাইরাল হয়েছে। সেই ছবি অনুযায়ী দাবি করা হচ্ছে হয়েছে যে অরিজিৎ সিং কিছুদিন আগে ডুয়ার্স এ ছিলেন। রাতের দিকে গায়ককে ডুয়ার্সের একটি সাধারণ রেস্তোরাঁয় দেখতে পাওয়া যায়। তার পরনে ছিল গেরুয়া রঙের সাদামাটা একটি টিশার্ট ।এবং মুখ ভর্তি ছিল দাড়ি।তাঁকে মাঝেমাঝেই এই চেহারায় তার ভক্তরা দেখতে অভ্যস্ত।ওই রেস্তোরাঁয় তিনি তার নৈশভোজ সারেন। কি খেলেন তিনি তার নৈশভোজে?
বাজারে এলো রয়াল এনফিল্ড ক্লাসিক ৩৫০ এর আপডেটেড ভার্সন
জানা যাছে একেবারে ঘরোয়া খাবার খান তিনি। একেবারে বাঙালী খবার অর্থাৎ ভাত ,ডাল , আলু ভাজা আর চিকেন কষা । স্বপ্নের নায়ক যদি নিজে থেকেই চোখের সামনে এসে হাজির হয় তাহলে যেরকম অবস্থা হয় রেস্তোরাঁর মালিকেরও ঠিক সেরকম অবস্থা হয়েছিল । তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যে স্বয়ং অরিজিৎ সিং তার রেস্তোরাঁয় খেতে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি নিয়ে ভীষণ ভাইরাল হয়েছে।