Kishalay Mukherjee attackede

সৌরভ রায় চৌধুরী , ১৯ জুলাই ২০২৫ : মঙ্গলবার ১৫ জুলাইয়ের রাতে পার্ক সার্কাসে রিপাবলিক বাংলার সাংবাদিক কিশলয় মুখার্জি-র ওপর দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের বর্বরোচিত হামলা এবং তাঁকে নৃশংসভাবে জখম করার ঘটনা শুধু নিন্দনীয় নয়, এটি আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সংবাদ মাধ্যমের উপর এক সরাসরি এবং ভয়ঙ্কর আক্রমণ। একজন সংবাদকর্মীর উপর প্রকাশ্য রাজপথে এমন পাশবিক হামলা প্রমাণ করে যে রাজ্যে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে এবং সাধারণ মানুষ তো বটেই, সংবাদকর্মীরাও আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

হামলার বিবরণ: পেশাগত দায়িত্ব পালনের পর ফিরছিলেন কিশলয়

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সাংবাদিক কিশলয় মুখার্জি তাঁর পেশাগত দায়িত্ব পালন শেষে ফিরছিলেন। ঠিক সেই সময় অতর্কিত হামলা চালায় একদল দুষ্কৃতী। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন তিনি। এই ঘটনা আরও বেশি উদ্বেগজনক, কারণ হামলার সময় তথাকথিত ‘চটি পুলিশ’-এর নিষ্ক্রিয়তা বা অনুপস্থিতি প্রশ্ন তুলেছে প্রশাসনের দায়বদ্ধতা নিয়ে। রাতের কলকাতায় একজন সাংবাদিক যখন আক্রান্ত হচ্ছেন, তখন পুলিশের এই ভূমিকা কর্তব্যপরায়ণতার অভাব এবং দায়িত্বজ্ঞানহীনতার চরম দৃষ্টান্ত।

Suvendu Adhikari : ‘ভাইপো গ্যাং’ টাকা তোলে, মুসলিম লিগের সরকার চলছে রাজ্যে – বিরোধী দলনেতার প্রকাশ্য তথ্য !

গণতন্ত্রের কণ্ঠরোধের অপচেষ্টা: সমাজের জন্য অশনি সংকেত

গণতন্ত্রের প্রধান স্তম্ভগুলির মধ্যে সংবাদ মাধ্যম অন্যতম। নির্ভয়ে সত্য তুলে ধরা এবং মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়াই তাদের কাজ। যখন সংবাদকর্মীরাই তাঁদের পেশাগত দায়িত্ব পালনের জন্য জীবনের ঝুঁকি নিচ্ছেন, তখন তা সমাজের জন্য এক অশনি সংকেত। এই ধরনের হামলা শুধু কিশলয় মুখার্জির ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, এটি আসলে গণতন্ত্রের কণ্ঠরোধের এক জঘন্য অপচেষ্টা। একটি সুস্থ সমাজের পক্ষে এমন ঘটনা কখনোই কাম্য নয়।

Samik Bhattacharya BJP : মমতা ব্যানার্জির বিরুদ্ধে শমীক ভট্টাচার্যের অভিযোগ : বাঙালি-অবাঙালি বিভাজনের রাজনীতি ।

নিন্দার ঝড় ও প্রশাসনের কাছে জোর দাবি

আমরা, সংবাদকর্মী এবং সচেতন নাগরিকেরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে, আমরা জোর দাবি জানাচ্ছি:

  • দোষীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
  • সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় এবং সংবেদনশীল হতে হবে।
  • এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

যদি সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব হয়, যদি সত্য তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের জীবন বিপন্ন হয়, তাহলে তা একটি সুস্থ সমাজের পক্ষে কখনোই কাম্য নয়। আমরা এই ঘটনার দ্রুত এবং ন্যায়সম্মত বিচার দাবি করছি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর