সহজেই দূর হবে সাদা কাপড়ের হলুদ দাগ

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর : নিয়মিত সাদা জামা ব্যবহার বা সঠিক যত্নের অভাবে সাদা কাপড় একসময় হলুদ হতে শুরু করে। সাদা কাপড়ের এই হলুদ ভাব দূর করার জন্য অনেকেই দামি প্রসাধনী ব্যবহার করেন কিন্তু সেইসব পদ্ধতিতে সময় ও পরিশ্রম বেশি নষ্ট হয়। তবে আপনি যদি সাদা পোশাককে তার আসল চকচকে ফিরে পেতে চান তাহলে কিছু সহজ, সস্তা ও কার্যকর পদ্ধতি অনুসরণ করতে পারেন।

ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন, কবে থেকে চালু হবে এই ট্রেন ?

১. সাদা ভিনেগার ব্যবহার করুন:

সাদা কাপড়ের হলুদ ভাব দূর করতে সাদা ভিনেগার বেশ কার্যকর। প্রথমে একটি বালতিতে পানি ভরে নিন এবং তাতে এক কাপ ভিনেগার মেশান। এরপর কাপড়টি কিছুক্ষণ সেই পানিতে ভিজিয়ে রাখুন। কিছু সময় পর কাপড়টি বের করে ধুয়ে ফেলুন। শুকানোর জন্য কাপড়টি বাইরে রেখে দিন। এভাবে সাদা কাপড়ের হলুদ ভাব অনেকটাই কমে যাবে। তবে, সিল্ক বা রেয়নের কাপড়ে ভিনেগার ব্যবহার করা উচিত নয়।

২. লেবুর রস:
লেবুর রস ঘামের দাগ দূর করতে খুবই উপকারী। সাদা কাপড়ে ঘামের দাগ পড়লে, দাগের উপর লেবুর রস ছেঁকে কিছু সময় দাঁত ব্রাশ দিয়ে ঘষে নিন। এক ঘণ্টা পর কাপড়টি ধুয়ে ফেলুন। এতে দাগ সহজেই চলে যাবে।

কলকাতা চলচ্চিত্র উৎসব ২০২৪, থাকছে ১৭৫ ছবি সহ বিশেষ থিম সং

৩. ব্লিচ:
আপনার সাদা কাপড়কে আরও সাদা ও পরিষ্কার করতে ব্লিচ ব্যবহার করতে পারেন। আধা বালতি গরম পানিতে আধা কাপ ব্লিচ মিশিয়ে সেই পানিতে সাদা কাপড়গুলো ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর স্বাভাবিকভাবে কাপড় ধুয়ে ফেলুন। তবে, ব্লিচ শুধুমাত্র সুতির কাপড়ে ব্যবহার করুন।

৪. কস্টিক সোডা:
কস্টিক সোডা সাদা কাপড়ের হলুদ ভাব দূর করার জন্য খুবই উপকারী। একটি বালতি জল নিয়ে তাতে ওয়াশিং পাউডার এবং দুই-তিন চামচ কস্টিক সোডা মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এই দ্রবণে কাপড়টি ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। নির্ধারিত সময় পরে কাপড়টি ধুয়ে ফেলুন এবং দেখবেন কাপড়ের হলুদ ভাব চলে যাবে।

এই সস্তা এবং সহজ পদ্ধতিগুলি ব্যবহার করে আপনার সাদা কাপড়কে ফিরিয়ে আনতে পারেন তার আসল উজ্জ্বলতা। তবে, মনে রাখবেন কাপড়ের ধরনের উপর ভিত্তি করে পদ্ধতি নির্বাচন করা উচিত, যাতে কোনো ক্ষতি না হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর