ব্যুরো নিউজ, ১৯ মে : ৪০ হাজার কোটি টাকার ঋণ রিলায়েন্স ক্যাপিটালের। আর তাই কোনও উপায় নেই। কোম্পানি বেচতেই হবে অনিল অম্বানিকে। তবে, ২০২৩-এর ১৭ নভেম্বর এই কোম্পানি হিন্দুজা গোষ্ঠী (Hinduja Group) -কে হস্তান্তরের অনুমোদন দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। সে সময় ৬ মাস সময়সীমর মধ্যে কোম্পানি হস্তান্তরের অনুমোদন দেয় রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু হিন্দুজা গ্রুপ-কে ওই কোম্পানি অধিগ্রহণ সম্পূর্ণ করার ক্ষেত্রে আরও সময় লাগতে পারে বলে জানা গিয়েছে।
জঙ্গলমহলের ভোটে বাড়তি নজর নির্বাচন কমিশনের!
গত শুক্রবার হিন্দুজা গোষ্ঠীকে কোম্পানি হস্তান্তর করার শেষ দিন ছিল। তবে বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এখনই কোম্পানি হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করার জন্য রিজার্ভ ব্যাঙ্কের কাছে আরও কিছুটা সময় চাওয়া হয়েছে। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল তথা NCLT-র নির্দেশ অনুযায়ী, আরও ১০ দিন অর্থাৎ ২৭ মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে।