Bengal Ration scam Kolkata Highcourt

ব্যুরো নিউজ ১১ সেপ্টেম্বর ২০২৫ : রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমানের জামিন বাতিলের জন্য আবারও কলকাতা হাইকোর্টে আবেদন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার ইডির পক্ষ থেকে এই আবেদন করা হয়েছে।

ইডির অভিযোগ ও তদন্তের আশঙ্কা

গত বছর ২৭শে অক্টোবর রেশন দুর্নীতি মামলায় ইডি তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা ও তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছিল। ইডির অভিযোগ ছিল, দলের মধ্যে ও বাইরে ‘বালু’ নামেই পরিচিত তৎকালীন মন্ত্রী কোভিড-১৯ লকডাউনের সময় রাজ্যে রেশন বিতরণে ব্যাপক দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। প্রায় ১৪ মাস জেলে থাকার পর চলতি বছরের জানুয়ারি মাসে আদালত তাঁকে জামিন দেয়। তাঁর জামিনের এক সপ্তাহের মধ্যেই একই মামলার অপর অভিযুক্ত আনিসুর রহমানও জামিন পান।

SSC Recruitment scam : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়াল তৃণমূলের আরেক মন্ত্রীর নাম , রাজ্যপাল দিলেন তদন্তের অনুমোদন

ইডি জানিয়েছে, অভিযুক্তরা জামিনে মুক্ত থাকার কারণে তদন্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারেন। ইডি দাবি করেছে যে, তাঁরা বাইরে থাকলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এবং মামলার গুরুত্বপূর্ণ নথি বা প্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারেন। তাই তাদের জামিন বাতিলের আবেদন করা হয়েছে। সূত্রের খবর, ইডি কর্মকর্তারা আদালতকে জানিয়েছেন যে এই মামলার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আর্থিক দুর্নীতির পরিমাণ হাজার হাজার কোটি টাকার বেশি হতে পারে। এই পরিস্থিতিতে অভিযুক্তরা বাইরে থাকলে তদন্তের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে।

SSC Recruitment Scam : আজ পিসিকে সিজিও কমপ্লেক্সে জেরা ইডির , শিক্ষক দুর্নীতির তদন্তে

জামিনের পর জ্যোতিপ্রিয় মল্লিক

উল্লেখ্য, জেল থেকে মুক্তি পাওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে জ্যোতিপ্রিয় মল্লিক কিছুদিন বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু বর্তমানে তিনি আবার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি উত্তর ২৪ পরগনা জেলার সাংগঠনিক বিষয়গুলো দেখভাল করছেন। সম্প্রতি তিনি তাঁর বিধানসভা কেন্দ্র হাবরায় যাওয়ার পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দিয়েছেন। অন্যদিকে, জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা এখনও এই মামলা সংক্রান্ত কোনো নথি পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর