ব্যুরো নিউজ ১৪ মে: বাংলা টেলিভিশনের পর্দায় আবারও ঐতিহাসিক কাহিনি নিয়ে হাজির হতে চলেছে দুই জনপ্রিয় চ্যানেল। জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘রাণী ভবানী’, অন্যদিকে স্টার জলসা আনছে ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’। দুই চ্যানেলের দুই ধারাবাহিকই কেন্দ্র করে গড়ে উঠেছে রানি ভবানীর জীবনের গল্প। এই দুই সিরিয়ালকে ঘিরে এখন দর্শকমহলে ব্যাপক উত্তেজনা।
এসএসসি নিয়োগ দুর্নীতিঃ ইডির চার্জশিটে উঠে এল নতুন তথ্য, তদন্ত আরও গহিন
স্টার জলসার ধারাবাহিকে ইতিমধ্যেই ‘রাজ রাজেশ্বরী’ রূপে দেখা গিয়েছে অভিনেত্রী রাজনন্দিনী পালকে। ফলে এখন প্রশ্ন উঠছে, জি বাংলার ‘রাণী ভবানী’ রূপে কে অভিনয় করবেন? অনেকেই অনুমান করছিলেন, এই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে স্বস্তিকা দত্তকে। কিন্তু সূত্রের খবর, চ্যানেল কর্তৃপক্ষ এই চরিত্রের জন্য অন্য এক অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন।
রাজ্য বাজেটে আবাস প্রকল্পের অগ্রাধিকারঃ মমতার পরিকল্পনা কি কি জানুন
ধারাবাহিকে ফিরছেন সন্দীপ্তা সেন?
ভবানীপুরে ভুতুড়ে ভোটারের খোঁজে মমতা
খবরে রয়েছে, বহুদিন পর আবারও ছোট পর্দায় ফিরতে পারেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। যদিও কিছুদিন আগেই সন্দীপ্তা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বর্তমানে তিনি ধারাবাহিকে ফিরছেন না। কিন্তু টেলিপাড়ার গুঞ্জন বলছে, ‘রাণী ভবানী’ চরিত্রে অভিনয়ের জন্য চ্যানেল কর্তৃপক্ষের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
এর আগে শোনা গিয়েছিল, সন্দীপ্তা এবং হানি বাফনা একসঙ্গে একটি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন। তবে পরে দু’জনেই জানিয়ে দেন, সেটা শুধুই রটনা। বর্তমানে হানি ছোট পর্দায় কাজ করছেন ঠিকই, কিন্তু সন্দীপ্তা অনেক দিন ধরেই টেলিভিশন থেকে দূরে রয়েছেন। তাঁকে সাম্প্রতিক কালে দেখা গেছে কয়েকটি ওটিটি প্রজেক্টে। এখন দেখার, ভবানীর চরিত্রে অভিনয় করে সন্দীপ্তা ছোট পর্দায় নতুন ইনিংস শুরু করেন কি না। দর্শকদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত, এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।