ব্যুরো নিউজ, ২০ মার্চ: এ যেন সাক্ষাৎ জীবন্ত রামলালা। রামলালার আবাহন আসানসোলের বুকে।
এবার আদৌ কি হবে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্তোৎসব?
মেকআপের জাদুতে রামলালাকে জীবন্ত করে তুলেছেন শিল্পী। শিল্পীর এই হাতের কাজ মুহূর্তের মধ্যে চমকে দেবে আপনাকে। প্রথম দেখায় মনে হবে অযোধ্যা থেকে রামলালার মূর্তি তুলে আনা হয়েছে শহরের বুকে। কিন্তু তা নয়। নিজের শিল্পী স্বত্বা দিয়ে একটু একটু করে সাজিয়ে তোলে হয়েছে ওই ছোট্ট রামলালাকে। শহরেরই একটি স্টুডিওতে বসে এমনই কান্ড ঘটিয়ে ফেলেছেন মেকআপ শিল্পী রুবি কুন্ডু।
রুবি কুন্ডু একটি শিশুকে তিনি সাজিয়ে তুলেছেন রামলালার মূর্তির আদলে। তবে রামলালার মূর্তি তৈরি করতে তাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। করতে হয়েছে গবেষণাও। তারপর হুবহু রামলালার মূর্তির আদলে তিনি সাজিয়ে তুলেছেন এক শিশুকে। রামলালার মডেল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে আবির দে’কে। আসানসোলের বাসিন্দা আবির রামলালার সাজ পেয়ে ভীষণ খুশি। অন্যদিকে শিল্পীর এই হাতের কাজকে কুর্নিশ জানাচ্ছেন শহরের মানুষ।