ব্যুরো নিউজ, ২২ মে : মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্ন্যাসীদের রাজনীতির যোগ নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখন শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীদের উপর হামলা ও জমি দখলের ঘটনায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এরপর থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়। অবশেষে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় ৩ দিন পর ৫ জনকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। যদিও মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও অধরা।
ভোটের মাঝেই সংসদ ভবনে বড় বদল!
এখনও পুলিশের নাগালের বাইরে মূল অভিযুক্ত
উল্লেখ্য, হামলার দিন বিকেলেই মূল অভিযুক্ত প্রদীপ রায়ের বিরুদ্ধে এফআইআর করে মিশন কর্তৃপক্ষ। তারই একঘণ্টার মধ্যে সেই প্রদীপ রায় পাল্টা এফআইআর দায়ের করতে থানায় হাজির হন। এখানেই প্রশ্ন ওঠে প্রদীও রায় যখন এফআইআর দায়ের করতে এসেছিল তখন পুলিশ তাকে হাতের কাছে পেয়েও কেন গ্রেফতার করল না।
শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার পিছনে KGF গ্যাং-এর হাত! কি করে এই KGF গ্যাং?
অভিযোগ, গত রবিবার ভোরে মিশনের জমি দখলের উদ্দেশ্যে ৩০-৪০ জন সশস্ত্র দুষ্কৃতীকে নিয়ে সেখানে ঢুকে হামলা চালান প্রদীপ রায়। নিরাপত্তারক্ষী এবং সেখানে বসবাসকারী আবাসিকদের খুনের হুমকি দিয়ে নাকি বাড়িছাড়াও করা হয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। মিশনের এই বাড়িতে বসবাসকারী কর্মীদের শহরের বাইরে ছেড়ে দেয় দুষ্কৃতীরা। আর এরপরই শুরু হয় বিতর্ক। অন্যসিকে রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানের জমিতে মাফিয়ার হামলার অভিযোগে আতঙ্কিত স্থানীয়রা।