Rajnath Singh on china
ব্যুরো নিউজ, ৬ এপ্রিল: ‘ঘুস কর মারেঙ্গে’ সম্প্রতি এমনই মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত কোনও রকম সন্ত্রাসবাদের সঙ্গে আপোষ করবে না। প্রয়োজনে পাকিস্তানে ঢুকে জঙ্গিদের নিকেশ করার বার্তাই দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 
Advertisement of Hill 2 Ocean
দেশের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে কাউকে ছেড়ে কথা বলবে না ভারত। সেক্ষেত্রে পাকিস্তানে গা ঢাকা দিয়েও লাভ হবে না। পাকিস্তানে ঢুকে জঙ্গিদের খতম করার হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী।
নির্বাচনী প্রচারে কড়া হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের
শুক্রবার এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি সাক্ষাৎকারে বলেন, ভারত সর্বদা তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এসেছে। তবে যদি প্রতিবেশী দেশগুলির কেউ  ভারতে এসে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়, ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তবে ভারত তার জবাব দেবে। সেক্ষেত্রে পাকিস্তানে গা ঢাকা দিয়েও কোনও লাভ হবে না। প্রয়োজনে পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদীদের খতম করবে ভারত।  


প্রসঙ্গত, ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান দাবি করেছে, ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত জঙ্গিদের বিদেশের মাটিতেই হত্যা করছে ভারতীয় স্লিপার সেল। ভারতের বিরুদ্ধে বিদেশের মাটিতে জঙ্গিদের খতম করার দাবি তুলেছে গার্ডিয়ান সংবাদপত্র। তার তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। যদিও সেই সকল অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ভারত। আর এই বিতর্কের মধ্যেই পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর