cloudy weather

ব্যুরো নিউজ ১৪ মে: দক্ষিণবঙ্গবাসীর জন্য আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। টানা কয়েকদিনের প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর এবার মিলতে পারে স্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে কিছুটা হলেও কমবে তাপমাত্রা, মিলবে গরমের হাত থেকে আরাম। তবে তার আগে কয়েকদিন আরও গরম সহ্য করতে হতে পারে।

“অপারেশন সিঁদুর”এর পর সীমান্তে উত্তেজনা,মমতা সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে অমিত শাহের জরুরি বৈঠক

ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে তৈরি হচ্ছে বৃষ্টির পরিস্থিতি

বুধবার একটি বিশেষ আবহাওয়া বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতর জানায়, পূর্ব বিহার ও সংলগ্ন পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলের উপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ ছত্তীসগঢ় পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যা ঝাড়খণ্ড, বিদর্ভ ও তেলেঙ্গানার উপর দিয়ে গেছে। এই পরিস্থিতিতে পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিক থেকে গরম হাওয়া বইছে এবং সঙ্গে রয়েছে প্রখর রোদ। এর ফলে আগামী বৃহস্পতিবার (১৫ মে) পর্যন্ত দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি বজায় থাকবে। যদিও গ্রীষ্মকালীন তাপপ্রবাহ (Heatwave) ঘোষণা করা হয়নি, তবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ওয়াকফ ইস্যুতে ক্ষুব্ধ মমতা!মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা “প্ররোচনা দেবেন না, শত্রু হয়ে যাব” দিল্লিতে আন্দোলনের পরামর্শ

কলকাতা, হাওড়া, হুগলিতে বুধবার দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও একই রকম ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, যেখানে ঝড়ের বেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত হতে পারে। অপরদিকে, উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি। তবে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে।

দিঘার জগন্নাথধাম বিতর্কে মমতার গর্জন: ‘‘হিংসের ওষুধ হয় না!’’

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন তাপমাত্রা একই রকম থাকবে। তারপরের তিন দিনে ধীরে ধীরে পারদ ২-৩ ডিগ্রি নামতে পারে। তবে উত্তরবঙ্গে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গবাসীদের আপাতত আরও কিছুদিন গরম সহ্য করতে হলেও সামনে অপেক্ষা করছে স্বস্তির বৃষ্টি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর