ব্যুরো নিউজ,৫ ডিসেম্বর:৯৮ কিলোমিটার পথ পাড়ি দেওয়া সহজ কাজ নয়। আর এই কাজটি যদি কোনও সরীসৃপ করে তা হলে তা আরও অবিশ্বাস্য। সম্প্রতি এমনই একটি ঘটনার সাক্ষী হলো বিহার। উত্তর প্রদেশের কুশিনগর থেকে বিহারের নারকাটিয়াগঞ্জ পর্যন্ত ট্রাকের ইঞ্জিনে লুকিয়ে একটি বিশাল পাইথন ৯৮ কিলোমিটার যাত্রা সম্পন্ন করেছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।
তালিবান সরকারের নয়া সিদ্ধান্তে আফগান নারীদের ভবিষ্যৎ অন্ধকার, রশিদ-নবি ফুঁসছেন ক্ষোভে
আলোচনার কেন্দ্রবিন্দু
জানা গেছে উত্তর প্রদেশের কুশিনগরে ট্রাকে পাথর তোলার সময় পাইথনটি ট্রাকের ইঞ্জিনে ঢুকে পড়ে। তবে চালক এবং অন্যান্য কর্মীরা পুরো যাত্রার সময় তার উপস্থিতি টের পাননি। ট্রাকটি বিহারের নারকাটিয়াগঞ্জে পৌঁছানোর পর বোনেট খোলা হলে পাইথনটিকে দেখা দেয়। বিশাল আকৃতির এই পাইথন দেখে সেখানে উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চিনের সঙ্গে নেপালের পূর্ণ চুক্তি, বিআরআই প্রকল্পে ভারতের এড়িয়ে যাওয়ার ইঙ্গিত
ইঞ্জিনের মধ্যে পাইথনটি নিজেকে পেঁচিয়ে রাখা অবস্থায় ট্রাকটি তার অনাহূত যাত্রী নিয়ে নির্ভিগ্নেই ৯৮ কিলোমিটার পথ অতিক্রম করে। নারকাটিয়াগঞ্জে সেটি বের হওয়ার পর স্থানীয় লোকজন ও বনবিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করেন। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় কীভাবে পাইথনটি ইঞ্জিনে লুকিয়ে ছিল। ৯৮ কিলোমিটার পথ পাড়ি দেওয়া এই পাইথন এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু।