পুস্পা ২

ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর : দক্ষিণী চলচ্চিত্রের সবচেয়ে বড় ব্লকবাস্টার ‘পুষ্পা ২’ মুক্তির প্রথম দিনেই বাজিমাত করেছে। প্রথম দিনের অগ্রিম বুকিংয়ে ছবিটি সাড়ে ৫০ কোটি টাকা ঘরে তুলেছে। দেশের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, মালায়লম, কন্নড়সহ ৫টি ভাষায় মুক্তি পাওয়া এই ছবির ব্যবসা শুরু হয়ে গেছে শক্তিশালী।

‘সিংহম এগেইন’ সিনেমায় তারকাদের বাজেট জানুন!

দর্শকদের জন্য এক বড় চমকের অপেক্ষা

তেলুগু ভার্সন শুধুমাত্র অগ্রিম বুকিংয়ে ১৭.১৬ কোটি টাকা আয় করেছে। হিন্দি ভার্সন ১২ কোটি টাকা । তামিল ভার্সন ৮২.৪ লাখ টাকা এবং মালায়লম ভার্সন ১.২ কোটি টাকায় ব্যবসা করেছে।তবে এখানেই শেষ নয় ছবির মুক্তির আগেই উন্মোচন হয়েছে ‘পুষ্পা ৩’-এর পোস্টারও, যা ছবির নির্মাতা রেসুল পুকুট্টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। ‘পুষ্পা ২’ ইতিমধ্যেই ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে মুক্তির আগেই।‘পুষ্পা ২’ ছবির ক্লাইম্যাক্সও বলছেন যে দর্শকদের জন্য এক বড় চমক অপেক্ষা করছে। পরিচালক সুকুমার জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবির প্রথম ভাগের সাফল্যের কথা মাথায় রেখে ‘পুষ্পা ২’-এর চিত্রনাট্য সাজানো হয়েছে এবং ক্লাইম্যাক্সটি একেবারে অসাধারণ হবে।

ভুতের সিনেমার স্বাস্থ্যকর উপকারিতা। দেখুন, ভয়ের মধ্যে আছে সুখ!

মুক্তির এক মাস আগে মুক্তি পাওয়া ছবির টিজারেই দর্শকরা আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দান্নার অভিনয়ে মুগ্ধ হয়েছেন। শীতকালীন বক্স অফিসে এই ছবির ঝড় তোলার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর