ব্যুরো নিউজ ১২ সেপ্টেম্বর ২০২৫ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছোট ছোট সমস্যার সমাধানের লক্ষ্যে শুরু হওয়া ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো মহেশতলার ২২ নম্বর ওয়ার্ডে। এই কর্মসূচির অনুষ্ঠানে গিয়ে স্থানীয়দের তীব্র বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়। উত্তেজিত জনতা তাকে স্কুলের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখায় এবং ‘চোর চোর’ স্লোগান তোলে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, এক পর্যায়ে জনতা তাকে তাড়া করে।
কী ঘটেছিল ঘটনাস্থলে?
মহেশতলার ২২ নম্বর ওয়ার্ডের উত্তর জালখুড়া অগ্রণী প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগেই তৃণমূল কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়কে স্কুলের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সেখানে। দীর্ঘক্ষণ ধরে চলা উত্তেজনার পর মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত কাউন্সিলরকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার জেরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ
ওয়ার্ডের বাসিন্দাদের মূল অভিযোগ, দীর্ঘদিন ধরে ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। সামান্য বৃষ্টিতেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে, যার ফলে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হয়। রাস্তার অবস্থাও বেহাল। তারা জানান, এই সমস্যাগুলি নিয়ে বারবার কাউন্সিলরকে জানানো হলেও কোনো লাভ হয়নি। এমনকি বর্ষার সময় হাঁটু সমান জল থাকলেও কাউন্সিলরের দেখা মেলেনি। এই সমস্ত অভিযোগের প্রতিবাদেই তারা আজ কাউন্সিলরকে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছেন।
এছাড়াও, স্থানীয়দের আরও একটি গুরুতর অভিযোগ রয়েছে। তারা বলেন, প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা ব্যয়ে কাজ করার কথা থাকলেও তাদের বুথের জন্য বরাদ্দ টাকা নিয়ে অন্য বুথে কাজ করা হয়েছে।
কাউন্সিলরের প্রতিক্রিয়া
বিক্ষোভের মুখে তৃণমূল কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওয়ার্ডের যা যা সমস্যা আছে সমস্ত কাজ করা হবে।” তার এই মন্তব্যের পরই স্থানীয়রা আরও বেশি বিক্ষোভে ফেটে পড়েন।
`শাসকদলের নেতা-নেত্রীরা সম্ভবত স্বপ্নেও ভাবতে পারেননি যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর অনুষ্ঠানে গিয়েই তাদের এমন নাজেহাল হতে হবে। এই ঘটনা শাসকদলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।