west bengal parar somadhan BDO runs

ব্যুরো নিউজ ১০ সেপ্টেম্বর ২০২৫ : রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে গিয়ে এবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন খোদ ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO)। দীর্ঘদিনের বেহাল রাস্তা মেরামতের দাবিতে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নাড়মা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা তাঁকে রীতিমতো তালাবন্দি করে রাখেন। জনরোষ থেকে বাঁচতে শেষমেশ এলাকা ছেড়ে দৌড়ে পালান বিডিও।

গ্রামবাসীদের বিক্ষোভ ও তালাবন্দি

এদিন ‘পাড়ায় সমাধান’ শিবিরে বিডিও পৌঁছাতেই বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। গ্রামের শতাধিক মহিলা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন। বেহাল রাস্তা নিয়ে বারবার অভিযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় তাঁদের ক্ষোভ চরমে ওঠে। বিডিও-র পাশাপাশি পঞ্চায়েত প্রধানসহ অন্যান্য আধিকারিকদেরও শিবিরেই তালাবন্দি করে রাখেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের হস্তক্ষেপে বেশ কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা তালা খুলে দিলে বিডিও ও অন্য আধিকারিকরা সেখান থেকে বেরিয়ে আসেন।

Rabindranath Tagore protest : তৃণমূল দ্বারা রবীন্দ্র অবমাননার প্রতিবাদে বিজেপি, টিএমসি ছাত্রনেতা বহিষ্কৃত।

দৌড়ে পালালেন বিডিও

পরিস্থিতি শান্ত হওয়ার বদলে বিক্ষোভের পারদ আরও চড়ে। গ্রামের মহিলারা একজোট হয়ে প্রশাসনের কর্তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এই পরিস্থিতিতে বিডিও ভয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালান। তাঁকে তাড়া করে পেছনে প্ল্যাকার্ড হাতে দৌড়াতে থাকেন গ্রামবাসীরা। শেষমেশ বিডিও দ্রুত নিজের গাড়িতে উঠে এলাকা ছেড়ে চলে যান।

Suvendu : ডায়মন্ড হারবার মডেল: ইলিশ চুরির অভিযোগে কাঠগড়ায় পুলিশ, প্রতিবাদে শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারীর ফেসবুক পোস্ট

এই চাঞ্চল্যকর ঘটনাটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “আমাদের পাড়া আমাদের সমাধান – বিক্ষোভের ভয়ে দৌড়ে বিডিও সাহেবের অন্তর্ধান !!!” পোস্টে তিনি নারায়ণগড়ের নাড়মা গ্রাম পঞ্চায়েতের মাগুরিয়া গ্রামের রাস্তার বেহাল দশার কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, খারাপ রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, কোনো গাড়িও ঢুকতে পারে না। ফলে অসুস্থ রোগী ও প্রসূতি মায়েদের হাসপাতালে নিয়ে যেতে চূড়ান্ত সমস্যায় পড়তে হয় এবং অনেক সময় ডুলিতে করে তাঁদের নিয়ে যেতে হয়। বারবার দাবি জানানো সত্ত্বেও প্রশাসন শুধু সান্ত্বনা বাক্যই দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর