
উলুবেড়িয়ার এসডিও বিডিওকে সাসপেন্ডের সুপারিশ
ইভিএম নিউজ ব্যুরো, ২৮ জুলাইঃ (Latest News) মনোনয়নের নথি বিকৃতি করার অভিযোগে এবার হাওড়ার উলুবেরিয়ার এস ডিও শমীক ঘোষ এবং বিডিও নীলাদ্রি শেখর দেকে সাসপেন্ড করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট আসনে পুনরনিরবাচনের নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা। উলুবেরিয়ায় সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগমকে ষড়যন্ত্র করে হারানোর পিছনে বিডিও ও এসডিওর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে, এই মর্মে সংশ্লিষ্ট বিডিও এবং এসডিওকে অবিলম্বে