ব্যুরো নিউজ, ১৭ ফেব্রুয়ারি: গতকাল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেওয়ার কথা ছিল প্রিয়ঙ্কার। তবে অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারেননি। বিহার থেকে উত্তর প্রদেশের চান্ডাউলিতে চলে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। সেখানেই যোগ দেওয়ার কথা ছিল প্রিয়ঙ্কা গান্ধী বঢরার। কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ায় যোগ দিতে পারেননি ভারত জোড়ো ন্যায় যাত্রায়। তবে তার অসুস্থতার কথা নিজেই তার 'এক্স' হ্যান্ডেলে জানান। টুইটারে আক্ষেপ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। বিমানবন্দরে হুইলচেয়ারের কমতি, তার জেরে প্রাণ গেল যাত্রীর https://twitter.com/priyankagandhi?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1758443299554410504%7Ctwgr%5E999d4737ad415a2c463078e6c6bc19875f627c06%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fpriyanka-gandhi-vadra-hospitalized-and-skipped-rahul-gandhis-bharat-jodo-nyay-yatra-1015852.html
সেই পোস্টে প্রিয়ঙ্কা লিখেছেন, “ ভারত জোড়ো ন্যায় যাত্রা উত্তর প্রদেশে প্রবেশ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কিন্তু, অসুস্থতার জন্য আজই আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়। তবে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে আমি যাত্রা-য় যোগ দেব।” পাশাপাশি তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ গ্রহণকারী সকলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে জোর কদমে চলছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা ১৬ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর প্রদেশে চলবে।