ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর: PPF অ্যাকাউন্টের ক্ষেত্রে ৫ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ! কারণ জানলে চমকে উঠবেন!
যাদের PPF অ্যাকাউন্ট আছে তাদের কাছে এই ৫ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ! কিন্তু জানেন কি কেন? Public Provident Fund এর সাথে মাসের ৫ তারিখের কি সংযোগ?
PPF স্কিমে সুদের হার মাসিক ভিত্তিতে গণনা করে সুদের পরিমাণ আর্থিক বছরের শেষে জমা হয়। আপনার পিপিএফ অ্যাকাউন্টে আপনি কত সুদ পাবেন তা প্রতিমাসের ৫ তারিখের গণনায় খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ৫ তারিখের আগে বা ৫ তারিখ নাগাদ বিনিয়োগ করলে সুদের বেশী পরিমাণ পাওয়া যায়…
বাদ পড়ল সচিন-পুত্র! পান্ডিয়াকে ফেরাতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স
Public Provident Fund-এ প্রতি মাসের ৫ তারিখ বিনিয়োগ করলে ব্যপক সুবিধা। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, PPF-এ 7.1% হারে সুদ পাওয়া যায়। মাসের ৫ তারিখ থেকে মাসের শেষ তারিখের মধ্যে যে পরিমাণ ন্যূনতম ব্যালেন্স PPF- অ্যাকাউন্টে থাকে তার নিরিখে সেই মাসেই সুদে টাকার হিসাব যোগ করা হয়। অর্থাৎ ৫ তারিখের আগে বিনিয়োগ করলে সেই মাসে যুক্ত হবে। আর যদি ৫ তারিখের পরে টাকা জমা করেন, তবে তার জন্য পরের মাসে সুদ পাবেন।
উদাহরণ স্বরূপ, আপনি ৫ এপ্রিল অথবা তার আগে PPF স্কিমে 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। এমন অবস্থায় আপনি 7.1% সুদের হারে মোট 10 হাজার 650 টাকা সুদ পাবেন। আবার একই সময়ে আপনি যদি এই টাকা ৬ এপ্রিল বা তার পরে জমা করেন তাহলে আপনি শুধুমাত্র ১১ মাসের জন্যই সুদ পাবেন। হিসেব নিকেষ করলে দেখা যায় আপনি সুদ হিসাবে মোট 9 হাজার 763 টাকা পাবেন। অর্থাৎ ৫ তারিখের আগে এবং পরে বিনিয়োগের মধ্যে 887 টাকা কম বেশি নির্ভর করছে। ইভিএম নিউজ