olice send notice to nabanna abhijan organisers

ব্যুরো নিউজ,২৫ আগস্ট: ছাত্র সমাজের ডাকে ২৭ আগস্ট মঙ্গলবার নবান্ন অভিযান নিয়ে প্রেস কনফারেন্স করা তিন ছাত্রের নামেই হাওড়া পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। প্রবীর দাস, শুভঙ্কর হালদার এবং সায়ন লাহিড়ী নামে ওই তিন ছাত্রের কাছেই পুলিশের নোটিশ গিয়েছে। সেখানে পুলিশ নবান্ন অভিযান নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়েছে। নবান্ন অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার বড় জমায়েত হতে পারে বলে পুলিশ অনুমান করছে। সেই বিষয়টি উল্লেখ করে একাধিক প্রশ্নের জবাব চেয়েছে পুলিশ।

RG Kar case:মিলেছে রহস‍্যের সূত্র?অ্যাকশন মোডে সাতসকালেই সন্দীপের বাড়িতে সিবিআই, শহরজুড়ে তল্লাশি

কি কি জানতে চাইছে পুলিশ প্রশাসন?

পুলিশের নোটিশে মনে করিয়ে দেওয়া হয়েছে, এর আগেও বিভিন্ন রাজনৈতিক দলের নবান্ন অভিযানে সংঘাতের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিষয়টিও। যেহেতু রাজ্যের প্রধান সচিবালয়ে নবান্ন, তাই এলাকায় সবসময়ই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (আগে ১৪৪ নম্বর ধারা) ১৬৩ ধারা বলবৎ থাকে। কর্মসূচিতে মঙ্গলবার যারা যোগ দেবেন তারা যাতে আইন মেনে চলেন এবং শান্তি বজায় রাখেন পুলিশ সেই আর্জি জানিয়েছে। পুলিশি নোটিশ যে পেয়েছেন এই বিষয়ে আয়োজকদের অন্যতম শুভঙ্কর এক্ষেত্রে বলেন, হাওড়া কমিশনারেট এর তরফে বারবার ফোন করা হয়েছে।পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী ফোনে কথা বলেছেন। আমি জানিয়েছি খুব তাড়াতাড়ি আলোচনা করে সবটা জানিয়ে দেব। তবে শুভঙ্করের কথায়, কত মানুষের জমায়েত হবে, কত গাড়ি আসবে, সেটা সঠিক করে বলা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় যেরকম সাড়া পাওয়া যাচ্ছে তাতে প্রচুর মানুষ আসতে পারেন। সেটা বুঝতে পারছি। কিন্তু পুলিশকে সঠিক সংখ্যা বলতে পারছি না।

নির্যাতিতার বিচার চাই, কুরুক্ষেত্রের কৃষ্ণের আহ্বানে রাস্তায় নামছে বিশ্ব হিন্দু পরিষদ

পুলিশের নোটিশে জানতে চাওয়া হয়েছে, কোন এলাকায় কার নেতৃত্বে জমায়েত হবে? কত মানুষের জমায়েত হতে পারে? কোন রুট ধরে মিছিল নবান্ন যাওয়ার পরিকল্পনা করেছে? কতক্ষণ ধরে কেমন ভাবে এই কর্মসূচি চলবে? পাশাপাশি সেই বিষয়ে স্পষ্ট অনুমান করতে পারলে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আগে থাকতে যাতে করা যায়, সেটাও সম্পর্কে জানতে চেয়েছে তারা। এদিকে ছাত্র সমাজের প্রতিনিধি শুভঙ্করের কথায়, আমাদের কোনো সংগঠন নেই। ছাত্র সমাজের ডাকে সাধারণ মানুষের মিছিল। দলীয় পতাকা ছাড়া যে কেউ আসতে পারেন। পুলিশ বাধা দিলে কি করা হবে? তার জবাবে শুভঙ্কর বলেন, আমরা পুলিশের কাছে সাহায্য চাইবো। তারাই যাতে আমাদের নবান্নে পৌঁছে দেয়। এবার কোন পথে যেতে হবে, সেটা তারাই বলে দিক। কোনো অশান্তি চাই না। পুলিশ যেন আমাদের উপর দমনপীড়ন আচরণ না করে। তবে পুলিশি নোটিশের বিষয়ে সোমবারের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর