ব্যুরো নিউজ, ৭ জুন : তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও শরিকদের সমর্থনে কার গঠন করতে চলেছে এনডিএ। সেক্ষেত্রে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। এবার তার শপথ গ্রহণের পালা। আগামী ৯ জুন অর্থাৎ রবিবাসরীয় শপথ নেবেন মোদী। প্রথমে ৮ জুন শপথের দিন নির্ধারিত হলো পরে ঠিক হয় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মোদী শপথ নেবেন ৯ জুন। তার শপথ গ্রহণকে কেন্দ্র করে দিল্লিতে শুরু হয়েছে সাজে সাজো রব।
বিহারে মুখ্যমন্ত্রীর মুখ নীতিশ কুমার, জানিয়ে দিল বিজেপি
শপথ অনুষ্ঠানের প্রস্তুতি এখন তুঙ্গে, জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা
নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মেগা সেলিব্রেশনের আয়োজন করছে বিজেপি। প্রথমে ঠিক হয়েছিল এবারে শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতি ভবনে হবে না। কর্তব্য পথে খোলা আকাশের নীচেই শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু পরে জানা যায় রাষ্ট্রপতি ভবনেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। রবিবার সন্ধ্যা ৬টায় শপথ নেবেন প্রধানমন্ত্রী। তার জন্য রাষ্ট্রপতি ভবন সাজানো শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে প্রস্তুতির তৎপরতা এখন তুঙ্গে। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও করা হচ্ছে আঁটোসাঁটো।
তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন প্রতিবেশী একাধিক দেশের রাষ্ট্রনেতারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের পুষ্পকমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।