ব্যুরো নিউজ,৩০ আগস্ট:কুড়ি দিনে বিনা টিকিটে যাত্রীদের থেকে শুধুমাত্র শিয়ালদা স্টেশনে আদায় হল ১ কোটি টাকা। পূর্ব রেল সুত্রে জানানো হয়েছে, গত ১ আগস্ট থেকে ২০ আগস্ট বিশেষ অভিযান চালিয়ে বিনা টিকিটে যাত্রীদের থেকে জরিমানা বাবদ আদায় করেছে ১ কোটি ৩ লক্ষ টাকা। প্রায় ৪০ হাজার যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করার জন্য ধরা পড়েছে টিকিট পরীক্ষকদের হাতে।
অমিতাভ বচ্চন কেন ধমকালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ?
দৈনিক দু হাজার যাত্রী টিকিট পরীক্ষকদের জালে
পূর্ব রেলকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালের একই সময় ১ আগস্ট থেকে ২০ আগস্ট ৩৫ হাজার যাত্রী ধরা পড়েছিলেন টিকিট না কাটার কারণে। এবার সেই যাত্রীর সংখ্যা আরো বাড়লো ৫ হাজার। ফলে ১৬ শতাংশ বিনা টিকিটে যাত্রী সংখ্যা গত বছরের তুলনায় এবার বেড়েছে বলে জানানো হয়েছে। শিয়ালদা মেন এবং দক্ষিণ শাখায় অভিযান চালিয়ে প্রায় প্রতিদিনই গড়ে ২ হাজার যাত্রী ধরা পড়েছেন।যারা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করছিল। অনেকে আবার বিনা টিকিটে ট্রেনে ওঠার আগেই টিকিট পরীক্ষকদের হাতে ধরা পড়েছে। সেই সঙ্গে অতিরিক্ত ওজনের মালপত্র নিয়ে যে সমস্ত যাত্রী ও ব্যবসায়ীরা ভ্রমণ করেছে বা যাতায়াত করেছে তারাও ধরা পড়েছে টিকিট পরীক্ষকদের হাতে। এ ধরনের অভিযান তারা আরো চালাবেন সমগ্র শিয়ালদা জুড়ে তাদের টিকিট পরীক্ষকেরা সজাগ রয়েছে। তাছাড়া শিয়ালদা ও স্টেশনে নিরাপত্তার ব্যবস্থাও আরও আটোসাটো করা হয়েছে।