parliament building

ব্যুরো নিউজ, ৭ জুন: আজ ৭ জুন এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বসার কথা নরেন্দ্র মোদীর। আর সেই বৈঠক সংসদের সেন্ট্রাল হলে হওয়ার কথা। তার ঠিক কয়েক ঘণ্টা আগেই, সংসদ ভবনের বাইরে থেকে তিন জন সন্দেহভাজনকে আটক করা হয়। সকালে দিল্লিতে সংসদ ভবনের তিন নম্বর গেটের কাছ থেকে আটক করা হয় ওই ৩ জনকে। দিল্লি পুলিশ তাঁদের আটক করে সিআইএসএফের হাতে তুলে দেয়।

কোন কোন মন্ত্রকে নজর নীতীশ-চন্দ্রবাবুর? অন্যান্য শরিকদের কী কী দাবি?

জানা গিয়েছে, ধৃতদের কাছ থাকে উদ্ধার হয়েছে জাল পাসপোর্ট ও আধার কার্ড। কোনও জামলা বা নাশকতার প্ল্যান ছিল কি না তা নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

BJP Helpline

এদিকে গত বছর সংসদে অধিবেশন চলাকালীন কয়েকজন বহিরাগত প্রবেশ করে সংসদের অধিবেশন কক্ষে। রীতিমত সেখানে দাপিয়ে বেড়ায় তারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা ও উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপর, লোকসভা নির্বাচন চলাকালীনই সংসদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় সিআইএসএফকে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর