ব্যুরো নিউজ,১১ আগস্ট: বিনেশ ফোগাত প্যারিস অলিম্পিকে রুপোর দাবি করেছিলেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। তিনি ৫০কেজি বিভাগের কুস্তির ফাইনালে উঠেছিলেন। তার হাত ধরে একটি পদক আসা নিশ্চিত ছিল। উৎসবে মেতে উঠেছিল সমগ্র ভারত আরো একটি পদকের জন্য। কিন্তু ফাইনালের আগে তার ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় তাকে ফাইনাল থেকে বাদ পড়তে হয়। খবরটা ছড়িয়ে পড়তেই আপামোর ভারতবাসী চমকে ওঠেন।
পৃথিবীর কেন্দ্রে বিন্দুতে কারা থাকে? আপনি কি জানেন
বিনেশের রুপোর দাবি ক্রীড়া আদালতের কাছে
Indo Bangladesh border: হিন্দু সেজে ভারতে ঢোকার ব্লু প্রিন্ট জঙ্গিদের, সীমান্তে জারি হাই অ্যালার্ট
ফাইনালে বাদ পড়ে যাওয়ার কারণে বিনেশ কোনো পদক পাননি। তবুও তিনি হার মানেননি। তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন যাতে যুগ্মভাবে রূপো তাকে দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সুনানি ছিল শনিবার।কিন্তু সেই শুনানি পিছিয়ে যায়। ভারতীয় অলিম্পিক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত আগামী ১৩ই আগস্ট এই সিদ্ধান্তের রায় জানাবেন। ভারতীয় অলিম্পিক সংস্থার কর্মকর্তারা আদালত কে জানান যে বিনেশ বেআইনি কিছু করেননি, তিনি একেবারে যোগ্য হিসেবেই সেমিফাইনাল পর্যন্ত উঠেছিলেন তাই রুপোর পদক তার প্রাপ্য। পুরো বিষয়টা নিয়ে পর্যালোচনা চলছে এবং আন্তর্জাতিক ক্রীড়া আদালত ১৩ আগস্ট রায় ঘোষণা করবেন বলে জানিয়েছেন।